ঢাকা, ০৪ জুলাই- ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর চলছে৷ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠানরত এ আসর নিয়ে ব্যস্ত সবাই৷ আসুন সেই ব্যস্ততার মাঝেই দশটি মজার তথ্য জেনে নেই৷ যৌথ আয়োজন ক্রিকেট বিশ্বকাপের ক্ষেত্রে এটা স্বাভাবিক বলা চলে৷ একাধিক দেশ যৌথভাবে এই আসর আয়োজন করে থাকে৷ চলতি বিশ্বকাপে ভেন্যুর সংখ্যা ১৪টি৷ এরমধ্যে সাতটি ভেন্যু অস্ট্রেলিয়ায়, বাকি সাতটি নিউজিল্যান্ডে৷ প্রতিটি দেশ ২১টি করে ম্যাচের আয়োজন করছে৷ ফাইনাল অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, ২৯ মার্চ৷ রাউন্ড রবিন ফর্ম্যাট চলতি আসরে সাতটি করে দল প্রাথমিক পর্যায়ের দুটি গ্রুপে খেলছে৷ রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলা হচ্ছে, যার অর্থ গ্রুপের সবগুলো দল একে অপরের বিপরীতে খেলছে৷ দ্বিতীয় পর্যায় থেকে খেলা হবে নক আউট পদ্ধতিতে৷ বাংলাদেশের কাছে হার বাংলাদেশের কাছে হেরে শুরু হয়েছে আফগানিস্তানের বিশ্বকাপ মিশন৷ এর আগে তিনবার আইসিসি ওয়ার্ল্ড টিটোয়েন্টি বিশ্বকাপ খেলেছে দলটি৷ প্রতিবারই প্রথম পর্যায় থেকে বাদ পড়ে আফগানরা৷ বিপুল টিভি দর্শক ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত৷ সেই খেলা টেলিভিশনে দেখেছেন ৯৮৮ মিলিয়ন মানুষ৷ সম্ভবত এটাই গোটা বিশ্বের মধ্যে টেলিভিশনে সর্বাধিক দর্শক টানা ম্যাচ৷ এর আগে ২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনাল টিভিতে দেখেছিল ৯০৯ মিলিয়ন মানুষ৷ সবচেয়ে দীর্ঘ সময় অপরাজিত... ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া৷ ১৯৯৯ থেকে ২০১১ সময়ের মধ্যে তিনটি বিশ্বকাপ আসর মিলিয়ে টানা ৩৪টি ম্যাচ জিতেছে তারা৷ ওই তিনবারের চ্যাম্পিয়নও তারা৷ওই তিন আসরে সাফল্য অর্জন করতে গিয়ে ১৫টি দলকে হারিয়েছে অস্ট্রেলিয়া৷ সবচেয়ে দ্রুত গতির রেকর্ড পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের দখলে রয়েছে বিশ্বকাপে সবচেয়ে দ্রুত গতির বল করার রেকর্ড৷ ২০০৩ সালের বিশ্বকাপের এক ম্যাচে ঘণ্টায় ১০০ মাইল (১৬০ দশমিক নয় কিলোমিটার) গতিতে একটি বল করেছিলেন তিনি৷ ক্রিজে তখন ছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান নিক নাইট৷ সবচেয়ে বয়স্ক খেলোয়াড় বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক খেলোয়াড় নেদারল্যান্ডসের নোলান ক্লার্ক৷ ১৯৯৬ বিশ্বকাপ খেলার সময় তাঁর বয়স ছিল প্রায় ৪৮ বছর৷ আর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সি খেলোয়াড় ইউনাইটেড আরব আমিরাতের ইয়োদিন পুনজা৷ চলতি বিশ্বকাপ দলে থাকা এই খেলোয়াড়ের বয়স ১৬ বছর৷ সবচেয়ে কম স্কোর বিশ্বকাপে সবচেয়ে কম স্কোর করার রেকর্ডটি ক্যানাডার৷ ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৬ রান করতে সক্ষম হয়েছিল তারা৷ বিশ্বকাপে সবচেয়ে বড় স্কোর করার রেকর্ডটি ভারতের৷ ২০০৭ সালে বারমুডার বিপক্ষে ৪১৩ রান করেছিল ভারত৷ সবচেয়ে দুর্বল জার্মানি ফুটবল বিশ্বকাপে জার্মানি বর্তমানে এক নম্বর দল হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ব়্যাংকিংয়ে জার্মানি রয়েছে সবার নিচে৷ ৩৭টি দেশের মধ্যে জার্মানদের অবস্থান ৩৭তম! সবচেয়ে সফল অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া৷ দশ আসরের মধ্যে চারবারই কাপ গেছে তাদের ঘরে৷ চলতি আসরেও ফেভারিট তারা৷ আর/১৭:১৪/০৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tF8J1p
July 05, 2017 at 01:05AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন