সিভিক ভলেন্টিয়ার নিয়োগপত্র জমা নিতে হিমশিম প্রশাসন

বালুরঘাট, ২০ জুলাইঃ জেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেই চলল সিভিক ভলেন্টিয়ার নিয়োগের আবেদনপত্র জমা নেওয়ার কাজ। দিনভর বিভিন্ন থানায় উপচে পড়ল চাকরিপ্রার্থীদের ভিড়। সারাদিনই চলল নিয়োগপত্র জমা নেওয়ার কাজ। জেলায় বুনিয়াদপুরে পুরভোট থাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে প্রশাসনের তীব্র সমালোচনায় মুখর হয় বিরোধী রাজনৈতিক দলগুলি।

উল্লেখ্য, রাজ্য জুড়ে ১,৪০০০ সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। দক্ষিণ দিনাজপুরে ২৮২ টি শূণ্যপদে হবে নিয়োগ। সেই মোতাবেক জেলা পুলিশের তরফে আগামী ২০ জুলাইয়ের মধ্যে এই শূণ্যপদে আবেদন জানানোর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বালুরঘাট থানা এলাকায় ৫১ জন সিভিক ভলেন্টিয়ার পদে আবেদনপত্র জমা দেন প্রায় ৫ হাজার আবেদনকারী। এই বিপুল সংখ্যক আবেদনকারীদের সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে।

জেলাশাসক সঞ্জয় বসু জানান, সামনেই নির্বাচন থাকায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া সঠিক উপায়ে হয়নি। পুলিশ সুপারকে চিঠি দিয়ে তা বন্ধ করতে বলা হয়েছে। এখন এই প্রক্রিয়া বন্ধ রয়েছে। পুরো পদ্ধতিটি বাতিল করে নতুন করে নেওয়া হবে আবেদনপত্র।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ucikuC

July 20, 2017 at 08:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top