ঢাকা, ৩০ জুলাই- নতুন করে আলোচনায় চলে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের নতুন সেনসেশন শবনম বুবলী। তার নতুন দুটি সুপার হিট ছবি নিয়ে এই আলোচনা। তিনি জানান তার নতুন দুটি ছবি সম্পূর্ণ ২ ধরনের। ভিন্ন ভিন্ন মেজাজের। তিনি বলেন, যদি মজা করে বলি একটি হলো থাই স্যুপ, অন্যটি কর্ন স্যুপ। শাহাদাৎ হোসেন লিটনের অহংকার ও আব্দুল মান্নানের রংবাজ ছবি প্রসঙ্গে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন বুবলী। সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহায় এই ডাবল ধামাকা নিয়ে বড় পর্দায় হাজির হবেন হালের আলোচিত এই লাস্যময়ী। তাই প্রস্তুতিটাও বুবলী সেভাবে নিচ্ছেন বলে জানালেন। প্রসঙ্গত রংবাজ ও অহংকার ছবিতে বুবলীর বিপরীতে রয়েছেন হালের ঢালিউড কিং শাকিব খান। গত বছরে ঈদে বুবলীর বসগিরি ও শ্যুটার ছবি দুটি মুক্তি পায়। এই ছবি দুটিতেও তার নায়ক ছিলেন শাকিব খান। বুবলী আরো বলেন, অহংকার ছবিটি পুরোপুরি প্রস্তুত। মুক্তির জন্য হাসফাঁস করছে। আর রংবাজ ছবিটিও প্রস্তুত। যতদূর জানলাম, দুটি ছবি ঈদুল আজহায় মুক্তি পেতে পারে। যদি তাই হয়, প্রচারণার কাজও শীঘ্র শুরু হবে বলে জানা গেছে। তিনি বলেন, গত ঈদেও দুটি ছবি মুক্তি পেয়েছিল আমার। এবারো মুক্তির অপেক্ষা জোড়া ছবি। তাই প্রত্যাশার সাথে সাথে একটু চাপ থাকাও স্বাভাবিক। আশা করি, দর্শকদের প্রত্যাশা এবারও পুরোপুরি পূরণ করতে পারবো।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vUOTO7
July 30, 2017 at 10:28PM
30 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top