ধূপগুড়ি, ২জুলাইঃ দাম না মেলায় ধূপগুড়ি চৌপথিতে শশা ফেলে জাতীয় সড়ক অবরোধ করল কৃষকরা। রবিবার সকালে ধূপগুড়ি সুপার মার্কেটে শশার পাইকারী দাম কেজিপ্রতি ১টাকা বা তারও কম হওয়ায় ক্ষেপে যান কৃষকরা। এরপর কয়েক হাজার কৃষক শশা নিয়ে পৌঁছান ধূপগুড়ি চৌপথিতে এবং শশা ফেলে জাতীয় সড়ক অবরোধ করে। এর জেরে আটকে যায় যান চলাচল। কৃষকদের অভিযোগ, খোলা বাজারে আট থেকে দশ টাকা কেজি শশা বিক্রি হলেও পাইকারী দর এত কম কেন? কৃষি বিভাগ ও প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না সেই প্রশ্নও তোলেন তাঁরা। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান কৃষকরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tz7NLw
July 02, 2017 at 11:39AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন