কলকাতা, ২৯ জুলাই- জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে অভিযুক্ত রূপা গঙ্গোপাধ্যায়কে জেরা করতে তাঁর বাড়িতে এল সিআইডি। আজ সকালে তাঁর গল্ফ গ্রিনের বাড়িতে পৌঁছে যান সিআইডি-র ৩ অফিসার। জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে ইতিমধ্যেই রূপা গঙ্গোপাধ্যায় ও কৈলাশ বিজয়বর্গীয়কে ডেকে পাঠায় সিআইডি। কৈলাশ বিজয়বর্গীয় ইতিমধ্যেই ভোপাল আদালত থেকে জামিন নিয়েছেন। কিন্তু রূপা তা নেননি। তাই তাঁকে জেরা করছে সিআইডি। অভিযোগ, জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে অভি়যুক্ত জুহি চৌধুরী রূপা গঙ্গোপাধ্যায়ের পূর্ব পরিচিত। বিজেপির মহিলা মোর্চার সূত্র ধরে রূপার সঙ্গে জুহির পরিচয় হয়। এক্ষেত্রে সেই সুযোগ সূত্র ধরে জুহি চৌধুরী কোনও সুযোগ নিয়েছেন কিনা তা খতিয়ে দেখবে সিআইডি। এমনটাই জানা যাচ্ছে। শিশু পাচারকাণ্ডে তদন্তে নেমে সিআইডি জানতে পারে দিল্লিতেও অনায়াস যাতায়াত ছিল জুহি চৌধুরীর। কীভাবে ওই যোগাযোগ হল তাও খতিয়ে দেখবেন তদন্তকারী আফিসাররা। রূপা গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, জামিন না নিয়ে বাড়িতেই আছি। সিআইডির জন্য অপেক্ষা করছি। পুরো বিষয়টাই রাজনৈতিক প্রতিহিংসা।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w8fO8c
July 29, 2017 at 07:51PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন