নয়া দিল্লি, ১১ জুলাই- ক্রিকেট বিশ্বের প্রভাবশালী দল ভারতের হেড কোচ নিয়োগের সকল প্রক্রিয়া গতকালই সম্পন্ন হয়েছিলো। শুধু বাকি ছিলো হেড কোচের নাম ঘোষণা। অবশেষ সেই নাম ঘোষণা করলো ভারত। আর সকলের প্রত্যাশা মাফিক হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবি শাস্ত্রী। বিসিসিআই রবি শাস্ত্রীর সঙ্গে ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত চুক্তি করেছে। এর আগে গতকাল তিন সদস্যের কোচ নিয়োগ কমিটি সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের মুখোমুখি হয় পাঁচ প্রার্থী। কাল মুম্বাইয়ে সশরীরে উপস্থিত ছিলেন সৌরভ ও লক্ষ্মণ, যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন টেন্ডুলকার। আগ্রহী ১০ প্রার্থীর মধ্যে নিজেরা বাছাই করে তারা সাক্ষাৎকার নিয়েছেন পাঁচজনের, টম মুডি, রবি শাস্ত্রি, লালচাঁন রাজপুত, বিরেন্দর শেবাগ ও রিচার্ড পাইবাস। প্রার্থীদের মধ্যে শুধু বীরেন্দর শেবাগই ছিলেন মুম্বাইয়ে। রবি শাস্ত্রী, টম মুডি, লালচাঁদ রাজপুত, রিচার্ড পাইবাসদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে স্কাইপে। ফিল সিমন্সকে ডাকলেও শেষ পর্যন্ত সাক্ষৎকার দিতে যাননি সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার। সাক্ষাৎকার শেষে বিসিসিআইয়ের সদর দপ্তরে নাম ঘোষণা পিছিয়ে দেওয়ার কথা বলেন সৌরভ, ঘোষণাটা স্থগিত করা হয়েছে। আগে আমরা বিরাট কোহলির সঙ্গে কথা বলব, তাড়াহুড়োর কিছু নেই। সে আগে আমেরিকা থেকে ফিরুক। আমরা তিনজন ও সংশ্লিষ্ট অন্যরা তার সঙ্গে কথা বলব। কোচরা কীভাবে কাজ করতে চান আমরা তাকে (কোহলি) তা ব্যাখ্যা করব। ঘোষণা দেওয়ার আগে আমরা নিশ্চিত হতে চাই সব পক্ষ একমত আছে। কারণ আমাদের সিদ্ধান্তটা বিশ্বকাপ (২০১৯) মাথায় রেখেই নিতে হবে। এআর/১৯:৪০/১১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uMQdCc
July 12, 2017 at 01:40AM
11 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top