মুম্বাই, ০৫ জুলাই- স্টুডেন্ট অফ দ্য ইয়ার এর মতো বাণিজ্যিক ছবি দিয়ে বলিউডে পা রাখলেও পরবর্তীকালে চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ সতর্কতা দেখিয়েছেন আলিয়া ভাট। হাইওয়ে, উড়তা পাঞ্জাব থেকে শুরু করে ডিয়ার জিন্দেগি। তার স্ক্রিপ্ট বেছে নেওয়াকে সাধুবাদ জানিয়েছেন বলিউডের সিনিয়র অভিনেতা-অভিনেত্রীরা। সেই চিত্রনাট্য বেছে নেওয়ার প্রসঙ্গে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন আলিয়া। তার এই মন্তব্যে চটে যেতে পারেন শাহরুখ, সালমান। ভারতীয় ছবি সর্বদা নায়ককেন্দ্রিক। এমনকী নায়কদের নামেই এক একটা যুগের নামকরণ হয়ে থাকে। এখন পর্যন্ত বক্স অফিসের নিরিখে নায়কের দৌলতেই টিকে আছে ইন্ডাস্ট্রি। প্রথম থেকে হিন্দি বাণিজ্যিক ছবিতে নায়করাই সেরা। আর নায়িকারা বরাবরই রয়ে গেছে আড়ালে। তবে বর্তমানে অবস্থার বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। সম্প্রতি নায়িকা কেন্দ্রিক কিছু ছবি ব্যবসা করেছে বক্স অফিসে। তাহলে কি পাল্টে যাচ্ছে হিসেব নিকেশ? এর মধ্যে আলিয়ার বেশ কিছু ছবি আছে যেখানে সে অর্থে কোনও সুপারস্টার না থাকা সত্ত্বেও তা ভাল ব্যবসা করেছে বক্স অফিসে। তাই ছবির চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রে কাস্টিং নয়, গল্পকেই মাথায় রাখেন আলিয়া। এমনকী সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার ছবি হিট করতে কোনও নায়কের দরকার নেই। ছবির গল্পই ছবির নায়ক। ভারতের সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে দেখা যাবে আলিয়াকে। ১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবির নাম রাজি। আলিয়ার বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকে। একটি কাশ্মীরি মেয়ে বিয়ে করে এক পাকিস্তানি আর্মি অফিসারকে। মেয়েটি আদতে ভারতীয় গুপ্তচর, যার কাজ স্বামীর গতিবিধি নজরে রাখা। এই ছবির জন্য জিপ চালানো শিখেছেন আলিয়া। শিখেছেন কাশ্মীরি ভাষাও। এই প্রথমবার ভিকির সঙ্গে কাজ করবেন আলিয়া। আলিয়া জানান, ভিকির প্রথম ছবি দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। তার থেকে অনেক ভাল অভিনেতা ভিকি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2soxUS9
July 05, 2017 at 04:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top