মুম্বাই, ৩০ জুলাই- নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা তিনি। তার নাচ আর অভিনয়ে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে থাকার পরেও একসময় সিনেমাজগত ছেড়ে স্থায়ী হয়েছেন প্রবাসে। স্বামী সন্তান নিয়ে সেখানেই কাটে তার দিন। কথা হচ্ছে বলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিতকে নিয়ে।এরবার তার প্রবাসের জীবন যাপন নিয়েই তৈরি হবে একটি টিভি অনুষ্ঠান। তার সাথে আরো কাজ করবেন আরেক বলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি অনুষ্ঠানটির স্ক্রিপ্ট লেখক শ্রী রাও জানিয়েছেন বিষয়টি। যিনি এর আগে জেনারেল হসপিটালঃ নাইট শো মত অনুষ্ঠানের চিত্রনাট্য লিখেছেন।তিনি টুইটারে জানান, অবশেষে এই দুজন কিংবদন্তি এবং আইকনের সাথে আমার নতুন প্রজেক্ট ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত মাধুরী দীক্ষিত ও প্রিয়াঙ্কা চোপড়া। শ্রী রাও একটি ছবিও পোস্ট করেছেন এই দুই বলিউডের তারকার সঙ্গে।অনুষ্ঠানটি তৈরি হবে বলিউড তারকা মাধুরী দীক্ষিতের জীবন নিয়ে যিনি এখন মার্কিন মুলুকে স্থায়ীভাবে বসবাস করছেন।এখানে থাকবে সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতিতে তার জীবন যাপন এবং সেখানে এই তারকার রঙিন জীবন। এটা মাধুরী দীক্ষিতের বাস্তব জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এছাড়াও তিনিই এই অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক হবেন। তার স্বামী শ্রীরাম নেনে এই অনুষ্ঠানটির একটা অংশ হতে পারে বলে আশা করা যাচ্ছে। এটা একটি কমেডি সিরিজ হবে যেখানে প্রিয়াঙ্কা চোপড়াও একজন নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন। মার্ক গর্ডন কোম্পানি এবং এবিসি স্টুডিও এটি যৌথভাবে প্রচার করবে অনুষ্ঠানটি। কাস্ট এবং ক্রুদের নিয়ে অফিশিয়াল ভাবে এখনও কিছু বলা হয়নি। সম্প্রতি ভারত সফর কালে প্রিয়াঙ্কা বলেন, আমি অনেক কিছুই উন্নত করেছি।যত তাড়াতাড়ি বিষয়গুলো চূড়ান্ত করতে পারব তত তাড়াতাড়ি সবার সাথে এটা শেয়ার করব।এখনও কিছুই চূড়ান্ত হয়নি।আমি প্রায় এক বছর ধরে অনেক কিছুই উন্নত করার চেষ্টা করেছি। যেমনটা আমি বলছি হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষা। আমি অনেক গল্প বলতে চাই। আমার অনেক সুযোগ রয়েছে। আমি যেটা নির্বাচন করব সেটা আমি সবাইকে জানাব, যখন আমি বিষয়টা চূড়ান্ত করব। শীগ্রই প্রিয়াঙ্কা টিভি ধারাবাহিক কোয়ান্টিকো সিজন থ্রি এর শুটিং শুরু করবেন। ছাড়াও তিনি বর্তমানে দুটি হলিউডের ছবি এ কিড লাইক জ্যাকও ইজেন্ট ইট রোম্যান্টিক এ কাজ করছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ক্যায় রে রাস্কেল শিগগির মুক্তি পাবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u9cEzK
July 30, 2017 at 09:15PM
30 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top