খুলনা, ০৩ জুলাই- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর সামনে রেখে ইতোমধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গত আসরে প্লে-অফ পর্বে খেলা দল খুলনা টাইটান্স এরইমধ্যে কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। তারা দলে নিয়েছে ক্রিস লিন (অস্ট্রেলিয়া), সরফরাজ আহমেদ (পাকিস্তান), শাদব খান (পাকিস্তান), জুনায়েদ খান (পাকিস্তান), কাইল অ্যাবোট (সাউথ আফ্রিকা), রিলি রুশো (সাউথ আফ্রিকা) ও সেকুগে প্রসন্নকে (শ্রীলঙ্কা)। তাছাড়া এবার দলটির হেড কোচের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কা দলের সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। খুলনা টাইটান্সের ফেসবুক পেইজ থেকে বিষয়টি জানা গেছে। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস ইতোমধ্যে দলে ভিড়িয়েছে সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ আমির (পাকিস্তান), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), শহীদ আফ্রিদি (পাকিস্তান), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), এভিন লিউইস (ওয়েস্ট ইন্ডিজ), রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ) ও আসেলা গুনারত্নেকে (শ্রীলঙ্কা)। ঢাকা ডায়নামাইটসের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আগামী ৪ নভেম্বর শুরু হবে বিপেএলের পঞ্চম আসর। তার আগে ২ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। তবে, এবার দলের সংখ্যা বেড়েছে। মোট আটটি দলের অংশগ্রহণে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tJiZpX
July 04, 2017 at 06:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন