নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর লামাপাড়ায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
শনিবার (১ জুলাই) রাত ৯টার দিকে শিবগঞ্জ লামাপাড়ার গলির মুখে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৫)। তার বাবার নাম আরজান আলি। নিহতের পুরো ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে শিবগঞ্জ লামাপাড়ার গলির মুখে ৪/৫ যুবক চোর চোর বলে সাইফুলকে ধাওয়া করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা সাইফুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুলের মরদেহ এখন ওসমানী হাসপাতালে আছে। পুলিশ নিহতের পরিচয় এখনো নিশ্চিত হতে না পারায় তার স্বজনদের খবর দিতে পারেনি।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি,তবে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করেছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tvTk3w
July 02, 2017 at 12:47AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.