মুম্বাই, ০২ জুলাই- রীতিমত বোমা ফাটিয়ে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে। এতবড় কথাও এর আগে আর কেউ বলার সাহস পায়নি, সেটাই বললেন কেন্দ্রীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই মন্ত্রী। তিনি দাবি করলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে ফিক্সিং করেছেন দুইজন ক্রিকেটার। শুধু ফিক্সিংয়ের অভিযোগ করলেও কথা ছিল। রীতিমত দুজনের নামও বলে দিয়েছেন। তারা হলেন বিরাট কোহলি এবং যুবরাজ সিং। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, ইচ্ছা করেই ফাইনালে নিজেদের সেরাটা খেলেননি কোহলি এবং যুবরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে যে পাকিস্তানকে নিজেদের সামনে দাঁড়াতেই দেয়নি বিরাট কোহলিরা, সেই পাকিস্তানের কাছে ফাইনালে ভরাডুবি মেনে নিতে পারছেন ভারতীয়রা। সাধারণ মানুষের মত মন্ত্রীও মেনে নিতে পারছেন না ভারতের হার। অভিযোগ করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ নিয়ে তদন্তের দাবি তুলেছেন তিনি। একই সঙ্গে দলিতদের হয়ে গলা ফাটিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ভারতীয় দলে যারা পারফর্ম করতে পারবে না, তাদের বিশ্রাম নেওয়াই উচিত। তাদের বদলে দলিত ক্রিকেটারদের সুযোগ দেওয়া হোক।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sAIAfv
July 02, 2017 at 08:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top