ঢাকা, ২০ জুলাই-চলতি বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরে শুরুতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের মূল পর্বের আগে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিজন ফাইভের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে ম্যাচের সংখ্যা ৬০। প্রথম পর্ব, এলিমিনিটির, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। বিপিএলের গ্রাউন্ডস স্বত্ব পেয়েছে ঢাকা কমিউনিকেশন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলের তিনটি আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশনের কাছে তিন আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে। চনুন এবার দেখে নিই বিপিএল-২০১৭ দলগুলোর সর্বশেষ চূড়ান্ত তালিকা। ঢাকা ডাইনামাইটসঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস। আসন্ন আসরে নিজেদের সেরাটা দিতে গতবারের ন্যায় এবারো বিশ্বসেরা অনেক তারকাকে দলে টেনেছে জনপ্রিয় দলটি। দলটির আইকন হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় দলের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণ সাকিবের হাত ধরে গতবারও চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঞ্চাইজিটি। এছাড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, কুমারা সাঙ্গাকারা, শেন ওয়াটসন, সুনিল নারিন, শহীদ আফ্রিদি, এভিন লুইস, এসলে গুনারত্নে, মোঃ আমির, নিরশান ডিকওয়ালা, রসফোর্ড বেটন, রেভমন পাওয়েল। খুলনা টাইটানসঃ গত বিপিএলে ফাইনালে ওঠা খুলনা টাইটান্সে এবারো আইকন হিসেবে থাকছেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন আসরে চ্যাম্পিয়ন হতে রিয়াদকেই আবারো অধিনায়ক হিসেবে চাইছে খুলনা টাইটান্সের মালিক পক্ষ। দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, ক্রিস লিন, জুনায়েদ খান, রাউলি রুশো, শাদাব খান, শারফরাজ আহমেদ, কাইল অ্যাবট, এস প্রসন্ন। রাজশাহী কিংস: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে বরিশাল বুলসের আইকন প্লেয়ার হিসেবে খেলেছিলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু মুশফিকের সে যাত্রা মোটেও সুখকর হয়নি। শুরু থেকেই দলটির মতের বিরোধ ছিলেন তিনি। নিজেকে উজাড় করে দিলেও দলের জন্য কিছু করতে পারেননি। তাই তো দলের মালিক এম এ আউল বেশ চটেছিলেন তার ওপর। তারই ফলস্বরুপ বরিশাল বুলস ছেড়ে নিজ জেলার দল রাজশাহী কিংসে যোগ দিচ্ছেন মুশফিকুর। দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, লেন্ডল সিমন্স, মালকম ওয়ালার, সামিট প্যাটেল, জেমস ফ্রাঙ্কলিন, ড্যারেন সামি। রংপুর রাইডার্সঃ জানা যায়, কুমিল্লা ছেড়ে এবার রংপুর রাইডার্সে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিপিএল সিজন থ্রিতে দূর্বল দল নিয়েও তার জাদুর কাটিতে কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেছিলেন এই মাশরাফি। তবে সিজন ফোরে দল মালিকের সঙ্গে মনমালিন্যের ঘটনায় রংপুরে পাড়ি দিচ্ছেন তিনি। দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, থিসারা পেরেরা, স্যামুয়েল বদ্রি, রবি বোপারা, ক্রিস গেইল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: কুমিল্লা ছেড়েছেন মাশরাফি। আর সে জায়গায় কুমিল্লার মালিকপক্ষ ঠিক করেছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। যদিও অনেকে দাবি তুলেছেন জন্মভূমি ও নাড়ির টানে চিটাগং ছাড়বেন না তামিম। কিন্তু পেশাদারিত্ব বলে একটা কথা আছে সেটা প্রমাণ দিলেন তামিম। দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, রশিদ খান, কলিন মুনরো, শোয়েব মালিক, এঞ্জেলো মাথিউজ, মোঃ নবী, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুঃ। উল্লেখ্য, এবারের বিপিএলে ৮ টি দল অংশ গ্রহন করলেও এখানে ৫টি দলের সর্বশেষ তথ্য যুক্ত হয়েছে। এমএ/ ১১:১৮/ ২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uDl8U7
July 21, 2017 at 05:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top