ঢাকা, ০৯ জুলাই- বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শহীদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ পত্র জমা দিতে এসেছিল তার স্ত্রী ফারজানা আক্তার। লিখিতো অভিযোগ পত্র জমা দেওয়ার পর তা সমাধানের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ফারজানা। এর আগে আজ সকালে ফারজানা লিখিত অভিযোগ পত্র নিয়ে আসেন বিসিবি ভবনে। সে সময় তিনি স্বামী শহীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, শহীদের বিয়ের পর থেকে গত দুই বছর ধরে বিবাহ বিহর্ভূত বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পরে। যা নিয়ে কথা বললে নানানভাবে ফারজানার উপর নির্যাতন চালায়। এমনকি গত দুই বছর ধরে একসাথে বসবাসও করছে না তারা দুজন। এমনকি পরিবারও তাকে নানাভাবে অসহোযোগীতা করছে বলেও অভিযোগ করেন তিনি। মূলত বিসিবি সভাপতি বরাবর অভিযোগ দিতেই শহীদের স্ত্রী আজ বিসিবি ভবনে এসেছেন। সাথে করে নিয়ে এসেছেন দুই সন্তান আরাফ (৩) ও আরহীকে (১১ মাস)। বিসিবিতে আসার পরও শহীদ ফোন দিয়ে ফারজানা তার স্ত্রীকে বোর্ডে যেতে নিষেধ করেন এবং বোর্ডে গেলে সংসার না করার হুমকিও দেন। উল্লেখ্য, ২০১১ সালের ২৪ জুন ফারজানা-শহীদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে ফারজানা তার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জের তল্লাতে বসবাস করছিলেন। গত ২৩ জুন ফারজানাকে শ্বশুরবাড়ি থেকে বেড় করে দেয়ার অভিযোগ করা হয়।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tCWkJb
July 09, 2017 at 08:10PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন