নিউইয়র্ক, ২৪ জুলাই- উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদেও মহামিলন মেলা হিসেবে পরিচিত ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা)র ৩১তম বাংলাদেশ সম্মেলনকে সাফল্যমন্ডিত করতে হোস্ট সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার কর্মকর্তারা জনসংযোগ শুরু করেছেন। তার অংশ হিসেবে ১৮-১৯ জুলাই তারা নিউইয়র্ক সিটির বিভিন্ন সংস্থা ও গ্রুপের সাথে মতবিনিময় করেন। আসছে অক্টোবরের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত ৩দিনের এ সম্মেলন হবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের সূর্য উদয়ের নগরী মায়ামীর হায়াত রিজেন্সী হোটেলে। শতাধিক সংগঠনের ১০ সহ্রাধিক প্রবাসীর সমাগম ঘটানোর চেষ্টা চলছে আসন্ন বাংলাদেশ সম্মেলনে। নিউইয়র্কের মতবিনিময় সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ফোবানার সাবেক ৩ চেয়ারম্যান আতিকুর রহমান, মীর চৌধুরী এবং নাহিদ চৌধুরী মামুন। এছাড়াও ছিলেন হোস্ট কমিটির কনভেনর এডভোকেট জহীর, সদস্য-সচিব আরিফ আহমেদ আশরাফ, ফোবানার শুভেচ্ছা দূত আবির আলমগীর। তারা বলেন, গত ৩০ বছরের ঐতিহ্যের আলোকে আসন্ন বাংলাদেশ সম্মেলনের কর্মসূচিতে প্রবাস প্রজন্মকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ বাঙালি সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে পরিচিত রাখতে এ সম্মেলনের গুরুত্ব অপরিসীম বলে আমরা মনে করছি। নেতৃবৃন্দ উল্লেখ করেন, মার্কিন রাজনীতিতে প্রভাবশালীদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও থাকবেন বিভিন্ন ফোরামে। এবারের সম্মেলনে বাঙালি, বাংলাদেশ এবং প্রবাসের নানা-সমস্যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়াম থাকবে। দলমত নির্বিশেষে সকল প্রবাসী যাতে সপরিবারে নির্মল আনন্দদায়ক একটি পরিবেশে ৩টি দিন অতিবাহিত করতে পারেন-সে খেয়ালও রয়েছে আয়োজকদের। জনসংযোগের ধারাবাহিকতা হিসেবে ২০-২১ জুলাই তারা ওয়াশিংটন ডিসিতে মতবিনিময় করবেন বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজনের সাথে। গত বছর ফোবানার ৩০তমবাংলাদেশ সম্মেলন হয়েছে ওয়াশিংটন ডিসিতে। আর/১০:১৪/২৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uRsva3
July 25, 2017 at 05:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top