ঢাকা, ২১ জুলাই- ২৬ জুলাই ভারতের বিপক্ষে সিরিজ শুরু হবে শ্রীলঙ্কার। তার আগে আচমকা দলটির বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন চম্পকা রামানায়েকে। এ বিষযে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানাচ্ছে, বিসিবির হাই-পারফরম্যান্স ক্যাম্পের পরামর্শক হিসেবে যোগ দিতে নিজ দেশের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের বাইরে যারা আছেন, তাদের নিয়ে কাজ করবেন চম্পকা। যদিও কোর্টনি ওয়ালশ বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে চাম্পাকা রামানায়েকে বিসিবির হাই পারফরম্যান্স দলের পেস বোলিং কোচ হতে পারেন। ২০০১ সালে শ্রীলঙ্কা দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান চাম্পাকা রামানায়েকে। এরপর ২০০৮ সালে তিনি বাংলাদেশের প্রথম বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। বাংলাদেশ থেকে আবার তিনি যোগ দেন শ্রীলঙ্কা দলে। ২০১৫ সাল থেকে শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু দুই বছরের মাথায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে তার সম্পর্কে ছেদ ঘটল। আজ শুক্রবার সকালে তিনি শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি সরে দাঁড়ানোয় শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হয়েছেন চামিন্দা ভাস। শ্রীলঙ্কা ও ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রামানায়েকে বাংলাদেশে আসছেন। বিসিবির এইচপি দলের পেস বোলিং কোচ হিসেবে তিনি দায়িত্ব নিবেন। ভবিষ্যতে যাতে বাংলাদেশ দল ভালো কিছু পেস বোলার পায় সে লক্ষ্যেই তাকে নিয়োগ দেবে বিসিবি। তবে রামানায়েকে এ বিষয়ে মুখ খোলেননি। তিনি জানিয়েছেন বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি জায়গা থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। সে কারণেই শ্রীলঙ্কার বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর/১০:১৪/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vt9gl5
July 22, 2017 at 06:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top