মুম্বাই, ১২ জুলাই- বলিউডের অন্যতম মেধাবী অভিনেতার নাম নওয়াজউদ্দিন সিদ্দিকি। প্রতিটি ছবিতেই তার চরিত্রে থাকে ভিন্নতা। আর আলাদা স্বাদ নিতেই বেছে বেছে সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু পর্দায় তেমন রোমান্স করতে দেখা যায় নি তাকে। এবার সেই সাধও পূরণ হলো। কিন্তু এতেই নাকি বিব্রতবোধ করেছেন নওয়াজ। ছবির নাম বাবুমশাই বন্দুকবাজ। এখানেই নায়িকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন নওয়াজ। এক পর্যায়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমু খেতে হয়েছে নায়িকাকে। আর তখনই নাকি অস্বস্তিতে পড়েছিলেন এই অভিনেতা। এমনই জানালেন গণমাধ্যমে এক সাক্ষাৎকারে। গতকাল মঙ্গলবার ছবিটির ট্রেলার লঞ্চ হয়। সেখানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বলেন, হ্যাঁ আমি প্রথমবারের মতো এই ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছি। আমি বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। সঙ্গে কিছুটা ভালোলাগা বোধও কাজ করছিলো। তবে এমন দৃশ্যে অভিনয় করা যথেষ্ট কঠিন। অভিনয়ের প্রতি মনোযোগ দিতে গিয়ে সময়টা উপভোগ করা হয়ে ওঠে না! ছবিতে নওয়াজের পাশাপাশি দেখা যাবে বিদিতা বাগ, শ্রদ্ধা দাস, দিব্যা দত্তের মতো তারকাদের। তবে নওয়াজকেই নিজের ছবির প্রধান উপাদান বলে মনে করেন নবাগত পরিচালক কুশন নন্দী। দেখে নিতে পারেন ছবির ট্রেলার- এআর/১৬:৩৫/১২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u81mzO
July 12, 2017 at 10:36PM
12 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top