মালদার বন্যা পরিস্থিতি নিয়ে বিহার, নেপালকে দুষলেন সেচমন্ত্রী

পুরাতন মালদা, ১৭ আগস্টঃ মালদা সহ গৌড়বঙ্গের তিন জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে বিহার এবং নেপালকে কার্যত দায়ী করলেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে সমস্ত প্রতিবেশী রাজ্য এবং আন্তর্জাতিক রাষ্ট্রের জল বহন করে। আমরা দেখেছি নেপালে বৃষ্টি হলে সেই জল আমাদের রাজ্যে এসে ঢোকে ।আবার বিহারে বৃষ্টি হলে সেই জল আমাদের রাজ্যের উপর দিয়ে যায়। আর তাতেই মালদার বিভিন্ন নদী ফুলে ফেঁপে ভাসছে।’ মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার রাতে মালদায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।ববৃহস্পতিবার সকালে তিনি পুরাতন মালদার মহানন্দা ভবনে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে সেচমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ,জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিলীপকুমার মণ্ডল সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিক এবং পুলিশ কর্তারা। রাজীবাবু বলেন, অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। মহানন্দার জল প্রতি ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে। মুখ্যমন্ত্রী বলেছেন যুদ্ধকালীন তৎপরতায় বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে এর জন্য সেচ দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wigv2o

August 17, 2017 at 03:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top