কলকাতা, ১৭ আগস্টঃ মদন তামাং হত্যা মামলায় মোর্চা সুপ্রিমো বিমল গুরুংকে অব্যাহতি দিল নগর দায়রা আদালত। তাঁর বিরুদ্ধে জোরালো কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় দেওয়া হল অব্যাহতি। তবে তাঁর স্ত্রী আশা গুরুং, রোশন গিরি, মোর্চার সাধারণ সম্পাদক বিনয় তামাং, কালিম্পংয়ের প্রাক্তণ বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী সহ মোট ৪৭ জনের বিরুদ্ধে আগামী ২৮ আগস্টের মধ্যে চার্জ গঠন করতে সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারক কুন্দন কুমার কুমাই।
উল্লেখ্য, ২০১০ সালের ২১ মে দার্জিলিংয়ে গোর্খা লীগ সভাপতি মদন তামাংকে প্রকাশ্য দিবালোকে একটি সমাবেশে কুপিয়ে খুন করে একদল দূস্কৃতী। জেলা পুলিশের হাতে প্রথমে তদন্তভার ছিল। পরে রাজ্য সরকার সিআইডিকে মামলার তদন্তভার দেয়। নগর দায়রা আদালতে চার্জগঠন থেকে অভিযুক্তরা অব্যাহতি চেয়ে আবেদন করেছিল। তবে খারিজ হয়ে যায় সেই আবেদন। মামলার শুনানি শেষে আজ নগর দায়রা বিমল গুরুংকে এই মামলা থেকে অব্যাহতির রায় দেয়। তবে চার্জ গঠন হবে বাকিদের বিরুদ্ধে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vMh8ii
August 17, 2017 at 07:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন