কলম্বো, ০৯ আগষ্ট- শ্রীলঙ্কা ক্রিকেটের উপর যেন ক্ষোভ কমছেই না দেশটির সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার। বিভিন্ন সময়ে উচ্চ কন্ঠ এই বিশ্বকাপজয়ী অধিনাক এবার শ্রীলঙ্কা ক্রিকেটের লজ্জাজনক পরাজয়ের জন্য দেশটির ক্রিকেট প্রধানকে দায়ী করলেন। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালাকে জুয়াড়ি উল্লেখ করে তার বিরুদ্ধে তদন্তের জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন। তবে, এই অভিযোগের জবাবে সুমাথিপালা এএপপিকে বলেন, ব্যক্তিগভাবে আমি প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোন ভাবেই জুয়াড় সঙ্গে জড়িত নই। সফরকারী ভারতের বিপক্ষে চলমান তিন টেস্ট সিরিজের প্রথমটিতে ৩০৪ রানের পর দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ৫৩ পরাজিত হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এখন দলটি হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে বাঁচার লড়াই করছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে দলটি। এরপর গত মাসে নিজ মাঠে দুর্বল জিম্বাবুয়ের কাছেও ওয়ানডে সিরিজ হেরেছে তারা। ৫৩ বছর বয়সী রানাতুঙ্গা বার্তা সংস্থা এএফপিকে বলেন জাতীয় দলের অভ্যন্তরে কোনো শৃংখলা না থাকার কারণেই এমন বাজে ফল হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার বিরুদ্ধে জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছেন রানাতুঙ্গা। তবে ৫২ বছর বয়সী সভাপতি এ অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তাকে (রানাতুঙ্গাকে) বোর্ডে আনা উচিত হবে না। এএফপিকে রানাতুঙ্গা বলেন, দলে সঠিক কোনো শৃঙ্খলা নেই..। যখন তারা এ ধরনের জুয়ার সঙ্গে জড়িয়ে যায় তখন ক্রিকেটারদের দায়ী করা যায় না। তাদেরকে ওপর মহলের নির্দেশেই খেলতে হয়। শ্রীলঙ্কান ক্রিকেটারদেরকে ম্যাচ ফিক্সিং করার প্রস্তাব দেয়ার বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকা কিংবা তদন্তে অসহযোতিার কারণে শ্রীলঙ্কার বেশ কয়েকজন কর্মকর্তা, আম্পয়ার এবং ক্রিকেটারকে নিষিদ্ধ অথবা আর্থিক জরিমানা করা হয়েছে। রানাতুঙ্গা বলেন, আইসিসির উচিত জুয়াড়িদের সঙ্গে সুমাথিপালার যোগাযোগ থাকার বিষয়টি তদন্ত করা এবং শ্রীলঙ্কা বোর্ডকে পরিচালনা করা। নীতির মানদন্ডে এ সব লোকের (শ্রীলঙ্কা ক্রিকেট ম্যানেজমেন্ট) বিষয়ে পরীক্ষা করার মেরুদন্ড আইসিসির আছে কিনা আমি জানতে চাই। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আইসিসির কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সকল অভিযোগ অস্বীকার করে সুমাথিপালা বোর্ডের ক্ষমতা গ্রহণ করার মতলবে রানাতুঙ্গা এসব করছেন বলে পাল্টা অভিযোগ উঠিয়ছেন। সুমাথিপালা বলেন, শ্রীলঙ্কা সরকার এবং আইসিসি উভয়ে তাকে এসএলসি চালানোর ছাড়পত্র দিয়েছে। ছাড়পত্র দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও। আর/১৭:১৪/০৯ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vE50Cm
August 10, 2017 at 12:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top