সিলেটেও এসেছিলো কথিত ‘জিনের বাদশা’ পিয়ার!

সুরমা টাইমস ডেস্ক :: জিন-ভূত তাড়ানোর নামে দীর্ঘদিন ধরে তরুণীদের পর্নো ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে আসছিল আহসান হাবিব পিয়ার। এমন অভিযোগের অনুসন্ধান চালিয়ে কথিত ওই ‘জিনের বাদশা’কে গত মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ঢাকার খিলগাঁও এলাকা থেকে পিয়ারকে গ্রেফতার করা হয়। ‘ভণ্ডপীর’ পিয়ার গত সপ্তাহেই সিলেট ঘুরে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আহসান হাবিব পিয়ারের নামে ব্যক্তিগত আইডি এবং একটি পেইজ রয়েছে। ওই আইডিতে দেখা যায়, গত ২৬ জুলাই একটি ভিডিও পোস্ট করেন পিয়ার। সেখানে তিনি উল্লে করেন, ‘দেখা হবে আগামীকাল বাংলাদেশের লন্ডন সিটি সিলেটবাসীদের সাথে ইনশাআল্লাহ!’ পরদিন সকালে একটি ছবি পোস্ট করে পিয়ার ‘এখন সিলেটে’ উল্লেখ করে পোস্ট দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আহসান হাবিব পিয়ার দাওরায়ে হাদিসে পড়াশোনা করেছে। নিজেকে এএইচপি টিভির সাংবাদিক বলে পরিচয় দিয়ে এবং নিজের ইউটিউব চ্যানেলে ধর্মের কথা বলে সাধারণ মানুষকে আস্থায় আনার চেষ্টা করত।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সম্প্রতি নিজেকে পীর দাবি করে আহসান হাবিব পিয়ার। এ পরিচয়ে জিন তাড়ানোর কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। বিভিন্ন সময় মেয়েদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন উত্তেজক কথা বলে এবং পরে এদের অনেককে নিজ বাসায় এনে ব্ল্যাকমেইল করে যৌন সম্পর্ক স্থাপন করত পিয়ার। পীর দাবি করা ভন্ড- হুজুর মেয়েদের সঙ্গে যৌনকর্ম করার সময় ভিডিও করে তা কম্পিউটারে সংরক্ষণ করত। পরে সুযোগ মতো ভিডিওর কথা বলে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা আদায় করত। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর সিটিটিসি ঘটনাটি তদন্ত শেষে মঙ্গলবার রাতে আহসান হাবিব পিয়ারকে গ্রেফতার করে।’

আহসান হাবিব পিয়ারের বিরুদ্ধে খিলগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vzmFvb

August 04, 2017 at 07:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top