কেপটাউন, ১১ আগষ্ট- দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী কেপটাউনের ইলসিস রিভার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সোহেল কাজী (৪০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহেল কাজী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহিষার গ্রামের জলিল কাজীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে কেপটাউনের ইলসিস রিভার এলাকায় নিজ দোকানে ঢোকার সময় সন্ত্রাসীরা তার মাথায় ও পেটে গুলি করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় মারা যায় সোহেল। মহিষার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার রবিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সোহেল কাজীর দোকানের কর্মচারী সবুজ জানান, সোহেল অন্য একটি দোকান থেকে এসে নিজের দোকানে ঢোকার সময় সন্ত্রাসীরা এলোপাতারি গুলি করে। এ সময় তার মাথায় এবং পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান সোহেল। এছাড়াও আতিক নামে তার এক সহকর্মী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন বলে তিনি জানান। আর/১০:১৪/১১ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wBza6H
August 12, 2017 at 05:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top