জলপাইগুড়ি ও চালসা থেকে উদ্ধার বেআইনি কাঠ

চালসা ও জলপাইগুড়ি,২৪ আগস্টঃ গোপন সুত্রে খবর পেয়ে ধুপগুড়ির কাছে ৩১ ডি জাতীয় সড়কে ঝাঝাঙ্গির কাছে দুটি ট্রাক থেকে ৩০ কোটি টাকার শালকাঠ উদ্ধার করেছে বনদপ্তর। গ্রেফতার করা হয়েছে একটি ট্রাকের চালককে। বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বৃহষ্পতিবার ভোরে এই অভিযান চালানো হয়। জানা গিয়েছে, নাগাল্যান্ড থেকে বিহারে লগগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত ট্রাকচালক উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা।

অন্যদিকে, জলপাইগুড়ি জেলার দুটি ভিন্ন এলাকা থেকে উদ্ধার হল বেআইনি কাঠ। বুধবার রাতে চালসার কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি ছোটো ট্রাক থেকে প্রায় দেড় লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করল মেটেলি থানার পুলিশ।  গোপনে খবর পেয়ে গাড়িটিকে পুলিশ তাড়া করলে চালক ও খালাসি পালিয়ে যায়। উদ্ধার কাঠ ভর্তি গাড়িটিকে রাত্রেই মেটেলি থানায় নিয়ে যায় পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wHdKHV

August 24, 2017 at 02:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top