ঢাকা, ২৭ আগস্ট- ১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মুখোমুখি বাংলাদেশ। তবে বৃষ্টি এই উপলক্ষটাকে ফেলে দিয়েছে একটু অনিশ্চয়তার মধ্যেই। তবে সুসংবাদ হলো রাতভর বৃষ্টির পরেও যথাসময়েই শুরু হচ্ছে খেলা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দুই বছর পর সাদা পোশাকে মাঠে নামছেন নাসির হোসেন। তবে একাদশে জায়গা হয়নি মুমিনুল হকের। পেস আক্রমণে গত কয়েক টেস্টে নিয়মিত তাসকিন সুযোগ পাচ্ছেন না, তাঁর বদলে খেলছেন শফিউল ইসলাম। তামিম ইকবাল ও সাকিব আল হাসান নামছেন নিজেদের ৫০তম টেস্ট খেলতে। সাকিব-তামিম ও অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে দলে আছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান। স্পিন বিভাগ সামলাবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। নতুন বলে শফিউলের সঙ্গে থাকছেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলীয় দলে সাত মাস পর ফিরেছেন উসমান খাজা। নাথান লায়নের সঙ্গী হিসেবে স্পিনার হিসেবে বেছে নেওয়া হয়েছে অ্যাশটন অ্যাগারকে। বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন। এমএ/ ১০:০২/ ২৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wf8YPO
August 27, 2017 at 04:03PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন