মুম্বাই, ০৫ আগষ্ট- সামনা সামনি ভারত চিন৷ মুখোমুখি লড়াই৷ সম্মুখ সমরে ইন্দো চায়নার মহারথী৷ ঘাবড়ে যাবেন না৷ এ লড়াইটা সীমান্তে নয়৷ এই লড়াইটা বক্সিং রিং এ৷ চিনের জুলপিকর মইমইতালির মুখোমুখি ভারতের বক্সার বিজেন্দ্র সিং৷ জিতলেই বিজেন্দ্রর হাতে উঠে আসবে দুই দুইটি খেতাব৷ তবে, সম্প্রতি সীমান্ত সংঘর্ষ নিয়ে উত্তপ্ত দুই দেশ৷ তাই, বক্সিং এর বাইরেও ভারত চিনের এই লড়াই নিয়ে দৃষ্টি থাকবে মানুষের৷ চিনের কাছে হারতে চায় না সাধারণ মানুষ থেকে সেনাবাহিনীর জওয়ান কেউই৷ সেটা সীমান্তেই হোক আর খেলার মাঠেই হোক৷ কয়েক মাস ধরেই উত্তপ্ত ভারত পাকিস্তান ও ভারত চিন সীমান্ত৷ প্রতিদিন চলছে গোলাগুলির লড়াই৷ আর মাঠে এই দুই দেশের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দেখা হলেই সাধারণ মানুষ থেকে সেনাবাহিনী, কারোর কাছেই সেটা আর নিছক খেলা থাকে না৷ সেটা তখন হয়ে ওঠে আর একটা যুদ্ধ৷ ভারত-পাক ক্রিকেট, ভারত-পাক হকির পর এবার বক্সিং রিং এ ভারত বনাম চিন৷ মুম্বাই-এ শনিবার সন্ধ্যের এই বক্সিং লড়াইকে বলা হচ্ছে কিং অফ এশিয়া হওয়ার লড়াই৷ বিজেন্দ্র এই লড়াই জিতলে তিনিই হবেন এশিয়ার একছত্র সম্রাট৷ জিতলেই তাঁর কোমড়ে উঠে আসবে WBO এশিয়া প্যাসেফিক সুপার মিডলওয়েট চ্যাম্পিয়ান বেল্টের এর সঙ্গে WBO ওরিয়েন্টাল সুপার মিডলওয়েট চ্যাম্পিয়ানের বেল্টও৷ এই মূহুর্ত্বে বিজেন্দ্র সিং WBO এশিয়া প্যাসেফিক সুপার মিডলওয়েট চ্যাম্পিয়ান৷ আর চিনের জুলপিকর মইমইতালি WBO ওরিয়েন্টাল সুপার মিডলওয়েট চ্যাম্পিয়ান৷ WBO বা ওয়ার্ল্ড বক্সিং ওরগানাইজেশন ঠিক করেছে যে, যিনি এই লড়াই জিতবেন তিনিই হবেন এই দুটি খেতাবের মালিক৷ পেশাদার বক্সিং এর ৮ টি লড়ায়েই জিতেছেন বিজেন্দ্র সিং৷ এর মধ্যে ৭ টি লড়াই পরিস্কার প্রতিদ্বন্দ্বীকে নকআউট করে৷ একটি পয়েন্টে৷ অন্যদিকে চিনের চ্যাম্পিয়ান বক্সারের রেকর্ডও বেশ ভালো৷ তিনিও লড়েছেন ৮ টি পেশাদার বক্সিং লড়াই৷ তার মধ্যে ৫ টি পরিস্কার নকআউটে, দুটি পয়েন্টে ও একটি লড়াই ড্র হয়ে যায়৷ লড়াই যে শক্ত মেনে নিয়েছেন বিজেন্দ্রর টিম৷ তবে, বিজেন্দ্র একেবারেই উড়িয়ে দিয়েছেন তাঁর চিনা প্রতিদ্বন্দ্বিকে৷ পরিস্কার বলেছেন, চিনা জিনিস বেশিদিন টেকে না৷ মুম্বাইয়ে ভারত চিনের এই লড়াই দেখতে হাজির থাকার কথা দেশের বিভিন্ন ফিল্ডের রথী মহারথীদের৷ বিজেন্দ্র নিজে এই লড়াইয়ের টিকিট দিয়ে এসেছিলেন শচীন তেন্ডুলকরের বাড়িতে৷ বক্সিং ছাড়াও ক্রিকেট, হকি ও অন্যান্য খেলার দিকপাল খেলোয়াড়রা আজ বিজেন্দ্রর লড়াই দেখতে আসছেন৷ খেলার মাঠের পাশাপাশি বলিউডের বেশ কিছু ব্যক্তিত্ব হাজির থাকবেন এই লড়াই দেখতে৷ পাশাপাশি, বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বও হাজির থাকবেন এই লড়াই দেখতে৷ তবে, বিজেন্দ্র সিং এর সঙ্গে চিনের জুলপিকর মইমইতালির এই লড়াইকে সম্মাণ রক্ষার লড়াই হিসাবেই দেখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের সেনাবাহিনীও৷ সীমান্তে প্রতিদিন গুলির লড়াই লেগেই আছে৷ এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় ভারত চিন কেউই৷ তাই সীমান্তের পাশাপাশি মাঠের মধ্যের এই লড়াই এও হারতে চায় না কেউই৷ তাই, আজ সন্ধ্যেয় গোটা ভারতবর্ষের নজর যে মুম্বাই এর বক্সিং রিং এ ভারত চিনের যুদ্ধে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না৷ গ্যালারির পাশাপাশি টিভিতে চোখ রেখে গোটা দেশ আজ গলা ফাটাবে ভারতীয় বক্সারের জয়ের জন্য৷ আর/১৭:১৪/০৫ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uduo1S
August 05, 2017 at 11:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top