নগরীতে মোটরসাইকেল রাইড করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

সুরমা টাইমস ডেস্ক:: সিলেট নগরীর শেখঘাট এলাকার কাজিরবাজার সেতুতে মোটরসাইকেল রাইড (প্রতিযোগীতা করে চালানো) করতে গিয়ে নিহত হয়েছেন রাকিব চৌধুরী রাব্বি (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর।

শুক্রবার কাজিরবাজার সেতুর উপর বন্ধুদের সাথে মোটর সাইকেল চালানোর প্রতিযোগীতা করতে গিয়ে তিনি আহত হন। শনিবার দুপুরে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাব্বি।

রাব্বি নগরীর মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার টুলটিকর এলাকায়। তিনি নগরীর শিবগঞ্জের লাকড়ীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে চার বন্ধু মিলে দুই মোটর সাইকেল নিয়ে কাজির বাজার সেতুতে ঘুরতে যান রাব্বি। এ সময় প্রতিযোগীতামূলকভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা। বাইক নিয়ন্ত্রণ করতে না পেরে হঠাৎ পড়ে যান রাব্বী। এসময় বিপরীত থেকে আসা একটি মাইক্রোবাস তার ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন রাব্বি।

রাব্বির সাথে ঘুরতে যাওয়া তার বন্ধু আল-আমিন আহমেদ লাহিন জানান, আহত রাব্বিকে আমরা দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে যাই। ওসমানীর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিউ)-তে সিট খালি না থাকায় পরে তাকে নগরীর রাগীব রাবেয়া হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরের দিকে রাব্বি মারা যায়।

রাব্বির আত্মীয়া তমিস্রা তিথি বলেন, রাব্বিকে চাঁপা দেয়া গাড়ি ও চালকের খোঁজ আমরা পেয়েছি। এ ব্যাপারে থানায় অভিযোগ করবো।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xg8KHl

August 21, 2017 at 12:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top