গ্রামীণ টোটো চালকদের শহরে ঢুকতে বাধা, প্রতিবাদে পথ অবরোধ

বালুরঘাট, ৩০ আগস্টঃ পুর এলাকায় প্রবেশের অধিকারের দাবিতে আন্দোলনে নামল গ্রামীণ টোটো চালকরা। আজ সকাল থেকে বালুরঘাট শহর সংলগ্ন চকভৃগু কালিবাড়ি মোড়ে বালুরঘাট-তপন রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামীণ টোটো চালকরা। এর জেরে বালুরঘাট-তপন রুটের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, গত এক বছর আগে জেলা পুলিশ গ্রামীণ ও শহরের টোটোর মধ্যে বিভেদ করে দেয়। এরপর থেকে গ্রামীণ এলাকার টোটো চালকরা সদর শহরে ঢুকতে পারছেন না। ফলে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন তারা। প্রশাসনের কাছে বারবার তাদের দাবি জানিয়েও কোনও ফল হয়নি। তাই বাধ্য এদিন আন্দোলনে নামেন গ্রামীণ টোটো চালকরা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে রয়েছে বালুরঘাট থানার পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vJ2oz4

August 30, 2017 at 02:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top