অর্থমন্ত্রী যা বলেছেন সেটা সরকার বা আওয়ামী লীগের বক্তব্য নয়

সুরমা টাইমস ডেস্ক :
উচ্চ আদালতে অবৈধ ঘোষণা করা সংবিধানের ষোড়শ সংশোধনী আবার পাসের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যা বলেছেন, সেটা সরকার বা আওয়ামী লীগের বক্তব্য নয়। এ কথা বলেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উচ্চ আদালতের রায় নিয়ে ঠান্ডা মাথায় ভাবছেন তারা।

বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারক অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে নিয়ে পাস হওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী গত ৩ জুলাই অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। এই রায়ে সরকারে অসন্তোষ থাকলেও এ নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে গত শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘আদালতে বাতিল হওয়া ষোড়শ সংশোধনী সংসদে আবার পাস করা হবে। প্রয়োজনে অনবরত পাস করা হবে।…বিচারকরা জনগণের প্রতিনিধিদের ওপর খবরদারি করেন। অথচ আমরা তাদের নিয়োগ দেই। বিচারকদের এমন আচরণ ঠিক নয়।’

অর্থমন্ত্রীর এমন বক্তব্য নিয়েও বিতর্ক উঠেছে। বিএনপির পক্ষ থেকে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ এই বক্তব্যকে বিপজ্জনক বলেছেন। দলটির দাবি, অর্থমন্ত্রী আদালত অবমাননা করেছেন।

ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদও অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন। শনিবার তিনি বলেন করেন, ‘অর্থমন্ত্রী যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত, পার্টির বক্তব্য নয়। কারণ পার্টির বক্তব্য হলে তাদের দলীয় সাধারণ সম্পাদক এ বিষয়ে কথা বলতেন।’

পরদিন ওবায়দুল কাদেরের কাছে অর্থমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যপারে অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করুন।’

বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে জানিয়ে কাদের বলেন, ‘দলীয়ভাবে আমরা বিষয়টি নিয়ে ঠান্ডা মাথায় ভাবছি। ষোড়শ সংশোধনী নিয়ে আমাদের মত পরে জানানো হবে।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vEjemW

August 06, 2017 at 08:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top