ঢাকা, ২৩ আগষ্ট- দেশের বাইরে থাকায় এবং ফ্লাইট জটিলতায় প্রথমে নায়ক রাজপুত্র বাপ্পিকে ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেয়া হলেও শেষ পর্যন্ত মেজো ছেলের জন্য দাফন পিছিয়ে ছিলো কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়ক রাজের। আর এবার ভোরে ছেলে ফিরে আসায় দাফন সম্পন্ন হলো তার। আর এতে এতো শোকের মাঝেও তৃপ্তি খুঁজে পেয়েছেন রাজ পরিবারের সবাই। কারণ, এক ছেলের অনুপস্থিতিতে যদি গতকাল দাফন হয়ে যেতো তাহলে এটা খুবই বেদনার হতো। আর তাইতো তিন ভাই মিলে বাবাকে দাফন করে কিছুটা হলেও সেই বেদনা থেকে মুক্তির স্বাদ পেতে দেখা হলো নায়ক রাজের ছোট ছেলে সম্রাটকে। ভোরের ফ্লাইটে ঢাকা আসেন মেজো ছেলে বাপ্পি। তার আসার পর আবারও নায়ক রাজের পরিবারে কান্নার রোল বয়ে যায়। তবে সবকিছু সামলে সকাল ১০ টা ২০ মিনিটে দাফন সম্পন্ন হয় নায়ক রাজের। বনানী বুদ্ধিজীবী গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বাংলা চলচ্চিত্রের এই দিকপাল। নায়ক রাজের দাফন সম্পন্ন করে সাংবাদিকদের মুখোমুখি চিত্রনায়ক রাজ্জাকের ছোট ছেলে সম্রাট। তিনি রাজ্জাকের জানাজা ও দাফনে যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, কারো জানা অজানায় আমার বাবা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে আল্লার রস্তে আমার বাবাকে মাফ করে দিবেন। আল্লাহ যেনো তাকে বেহেস্ত নসিব করেন। তার কবরের আজাব মাফ করে দেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। মেজো ভাইয়ের জন্য গতকাল(মঙ্গলবার) দাফন সম্পন্ন না করতে পারার কথা উল্লেখ করে সম্রাট আরো বলেন, আমার বাবা আমাদের হাতেই মারা গেছেন। আমার হাতেই মারা গেছেন। তার যাওয়ার সময় কোনো কষ্টই হয়নি। আল্লাহর অশেষ রহমতে অনেক শান্তিতেই মৃত্যু হয়েছে তার। যারা তার জানাজায় উপস্থিত ছিলেন, কালকে বলতে পারিনি। কিন্তু বলছি, আপনারা সবাই দোয়া করবেন। আমার মেজো ভাই আজ ভোর চারটায় এসে পৌঁছেছে কানাডা থেকে, তারজন্যেই এই দেরিটা হয়েছে। তারজন্যই আমরা অপেক্ষা করছিলাম। আমরা তিন ভাই মিলে আমার বাবাকে দাফন করেছি। আর/১৭:১৪/২৩ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wn5GfR
August 24, 2017 at 12:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top