খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি,অপু উকিলের বিরুদ্ধে মামলা খারিজ

সুরমা টাইমস ডেস্ক::

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়ে মানহানি করার অভিযোগে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য অপু উকিলের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন। এরআগে সকালে এ আদালতে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) আইনজীবী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-আইনবিষয়ক সম্পাদক জিল্লুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বাদী জিল্লুর রহমান বলেন, আদালত ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় মামলাটি খারিজ করে দিয়েছেন। সংক্ষুব্ধ ব্যক্তি মামলাটি না করায় এ খারিজ করা হয়েছে বিচারক আদেশে বলেছেন।

নথি থেকে জানা যায়, গত ২ আগস্ট চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য দেন অপু উকিল। ওই বক্তব্যে তিনি বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আমরা পত্রিকাসহ বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি, যা আমাদের আরো বেশি ভাবিয়ে তুলছে। সেটা হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইতিমধ্যে লন্ডনে তাজ হোটেলে একটি বৈঠক করেছেন, যে বৈঠকে যুদ্ধাপরাধী চৌধুরী মঈন উদ্দিনসহ জামায়াতের অনেক নেতা ছিলেন। এমনকি সেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অনেকেই ছিলেন। সেই বৈঠকের মূল বিষয় ছিল জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে হোক হত্যা করতে হবে।’

অপু উকিলের এই বক্তব্য পরের দিন একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। সেই সংবাদের শিরোনাম ছিল ‘লন্ডনে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে’। সংবাদে অপু উকিলের ছবি ছিল। এ ঘটনায় খালেদা জিয়ার মানহানি হয়েছে বলে দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় মানহানির মামলা করেন বাদী।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vfHPgv

August 08, 2017 at 10:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top