সুরমা টাইমস ডেস্ক: মহানায়িকা সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেন সাতপাকে বাঁধা পড়েছেন। দীর্ঘদিনের প্রেমিক দিল্লির তরুণ শিবাম তেওয়ারির সঙ্গেই ছাদনাতলায় গেলেন তিনি। গাঁটছড়া বাঁধার মধ্য দিয়ে তাদের প্রেমের সফল পরিণতি ঘটলো। ভারতের পুনের একটি খামারবাড়িতে গত ১৬ আগস্ট সন্ধ্যায় অনেকটা চুপিসারেই বাঙালি রীতি অনুযায়ী শিবামের সঙ্গে রিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কন্যাদান, শুভদৃষ্টি ও সিঁদুরদানসহ সব রীতি মেনেই হয়েছে এই বিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, তড়িঘড়ি বিয়ের পরিকল্পনা করেন বর-কনে। তাই তাদের বিয়ের পিঁড়িতে বসার সাক্ষী হতে পেরেছেন শুধু ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের সদস্যরা। ছিলেন রিয়ার মা মুনমুন সেন, বাবা ভারত দেববর্মা, বড় বোন রাইমা সেন ও নিকট আত্মীয়রা। বিয়ের কার্ডে ছিল সুচিত্রা সেনের ছবি।
বাঙালি নববধূর সাজে রিয়া সেনের কিছু ছবি শেয়ার করেছেন তার বড় বোন রাইমা সেন। তিনি বলেছেন, ‘রিয়া বরাবরই চেয়েছে ওর বিয়ে সাদামাটা হোক। বিয়েতে দম্পতি হিসেবে তাদেরকে দারুণ লেগেছে। ওদের নিয়ে আমি খুব খুশি। মা সব কেনাকাটা করেছেন। রিয়ার জন্য একগাদা শাড়ি ও গহনা কিনেছেন তিনি। বিয়েতে লাল বেনারসি পরেছে রিয়া। কপালে সিঁদুর দেওয়ার পর তাকে দেবীর মতো লাগছিল!’ বোনের জন্য কোনও উপহার কিনতে পারেননি জানিয়ে রাইমা সেন টাইমস অব ইন্ডিয়াকে আরও বলেন, ‘শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। এ কারণে ওর জন্য উপহার কেনার সময় পাইনি। তবে তাকে শিগগিরই অলঙ্কারের একটি সেট কিনে দেওয়ার পরিকল্পনা করেছি।’
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2x0K5Hy
August 19, 2017 at 09:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.