বাবু সাহা, লেবাননঃ লেবাননে সাবরা বাজার ব্যবসায়ীক কমিটির পরিচিতি সভায় মোঃ গাজী রফিককে সভাপতি ও মোঃ নুরুল ইসলামকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়েছে ৪ঠা আগষ্ট শুক্রবার সাবরা বাজারের একটি হোটেলে।
উক্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, সাবরা বাজারের প্রথম প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী মোঃ সেলিম খাঁন ও পরিচালনা করেন মিয়া মোঃ মোমেন।
বক্তব্য রাখেন, সাবরা বাজারের প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী আক্তার হুসেন, রফিক মিয়া, শহীদুল ইসলাম শহীদ, কামাল সওদাগর, সুমন মিয়া, খোকন মিয়া, নুরু মিয়া, মোঃ হাছান, মোঃ হান্নান, মোঃ খোরশেদ ও মোঃ হেলাল।
নব্য নির্বাচিত সভাপতি গাজী রফিক বলেন, লেবাননের সাবরা বাজার প্রবাসে একখন্ড বাংলাদেশ।প্রতি রবিবার এখানে প্রায় দশ হাজার প্রবাসী বাংলাদেশী সমবেত হয় নিত্যপ্রয়োজনীয় বাংলাদেশী জিনিষ কেনার তাগিদে।হোটেল, টেইলার ও সেলুন মিলিয়ে এখানে প্রায় ৪০টি বাংলাদেশী দোকান রয়েছে।প্রতিটি দোকান মালিককে মাস শেষে ভাড়া বাবদ পরিশোধ করতে হয় প্রায় সাতশত মার্কিন ডলার থেকে এক হাজার মার্কিন ডলার।যে সব প্রবাসী বাংলাদেশী প্রতি রবিবার বাইরে থেকে এসে সাবরা বাজারে অস্থায়ী দোকানে নিত্যপণ্য সাজিয়ে ব্যবসা করে, তাদের কারনে আমরা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি।তারা আমাদের থেকে কম দামে তাদের কাঁচামাল প্রবাসীদের কাছে বিক্রি করে।তারা রাস্তায় কাঁচামাল নিয়ে বসার কারনে প্রতি রবিবারই স্থানীয় পুলিশ আমাদেরকে নানাভাবে হয়রানি করে।পুলিশের ভয়ে অনেক প্রবাসীই সাবরা বাজারে আসতে ভয় পায়।তাদের কারনে অনেক পুরাতন ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে এখান থেকে অন্যত্র চলে গিয়েছে।সেই ক্ষতির হাত থেকে রেহাই পেতে বিলম্বে হলেও আমরা সব ব্যবসায়ীরা মিলে একটি কমিটি গঠন করতে পেরেছি।এই কমিটির উদ্দেশ্য হল, ছাবরা বাজারে বাংলাদেশী দ্রব্যাদির মূল্য সঠিকভাবে নিয়ন্ত্রনের মাধ্যমে ক্রেতাদের কাছে বিক্রি করা ও তাদের স্বার্থ রক্ষা করা।স্থানীয় পুলিশ প্রশাসনের হয়রানির ব্যপারে আমরা অচিরেই রাষ্ট্রদূতের সাথে দেখা করে আমাদের অভিযোগ তুলে ধরব।
সাবরা বাজার ব্যবসায়ীক কমিটিতে যারা স্থান পেয়েছেন, তারা হলেন, প্রধান উপদেষ্টা-মোঃ সেলিম খাঁন, সহ উপদেষ্টা- মোঃ শহীদুল ইসলাম শহীদ, মোঃ বুরুজ, মোসাঃ নূর, মোঃ শহীদ, মোঃ সুমন, কামাল সওদাগর ও মোঃ খোকন, সভাপতি-গাজী রফিক, সহ সভাপতি- আক্তার হুসেন ও ছোট রফিক, সাধারন সম্পাদক- মোঃ নুরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক- মো: হাছান ও মোঃ হান্নান, সাংগঠনিক সম্পাদক- মো: খোরশেদ ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল, প্রচার সম্পাদক- মোঃ আমান ও সহ প্রচার সম্পাদক মোঃ সাকিব, আপ্যায়ন সম্পাদক- হাসনা বানু।
সবশেষে সাবরা বাজার ব্যবসায়ীক কমিটি সহ লেবাননে সকল প্রবাসী বাংলাদেশীদের কল্যানে বিশেষ দোয়া পরিচালনা করেন মোঃ ইব্রাহিম।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2wknvtb
August 07, 2017 at 03:56AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন