ঢাকা, ২০ আগষ্ট- মূল লড়াইয়ের আগে ২২ ও ২৩ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টিম অস্ট্রেলিয়ার। কিন্তু আজ সন্ধ্যায় বিসিবিকে জানিয়ে দিল প্রস্তুতি ম্যাচ খেলবে না তারা। তবে প্রস্তুতি ম্যাচের ওই দুই দিন মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে স্মিথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করে বিসিবি পরিচালক আকরাম খান বলেন, অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নিয়েছে প্রস্তুতি ম্যাচ ছাড়াই প্রথম টেস্টে অংশ নিবে। এ কারনেই আগামী ২২ আগস্টের প্রস্তুতি ম্যাচটি হচ্ছে না। প্রস্তুতি ম্যাচ খেলতে রাজি না হওয়ার কারণও জানালেন ওজিরা। দূরত্বের কারণে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচটি চাচ্ছে না অস্ট্রেলিয়া দল। আর ফতুল্লা স্টেডিয়ামের পানি শুকিয়ে গেলেও বাইরের জমে থাকা পানির কারণে এলাকাজুড়ে রয়েছে দুর্গন্ধ। আর পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় সম্ভাব্য আরেকটি ভেন্যু ইউ ল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠেও না খেলার সিদ্ধান্ত নিয়েছে দলটি। অবশ্য না বলার আগে বিসিবিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটা খেলার প্রস্তাব দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতে রাজি হয়নি বিসিবি। কারণ টেস্ট ভেন্যুতে মূল ম্যাচের চার-পাঁচ দিন আগে প্রস্তুতি ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে দেয় বিসিবি। এর আগে গেল রাতে ৩২ জনের বহর নিয়ে বাংলাদেশে আসে টিম অস্ট্রেলিয়া। ২০০৬ সালে বাংলাদেশে দুই দলের সবশেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর কোনো টেস্ট খেলা হয়নি। দীর্ঘ ১১ বছরের অধিক সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামবে মুশফিক বাহিনী। বিগত কয়েক বছর আসবে আসবে বলেও বেশ কয়েকটা সফর বাতিল করে ওজিরা। ২০১৫ সালে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। এছাড়া ২০১১ সালে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। সেবার এফটিপিতে পূর্ণাঙ্গ সিরিজ থাকলেও শুধু তিনটি ওয়ানডে খেলেই দেশে ফেরত যায় দলটি। উল্লেখ্য, ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। আর/১২:১৪/২০ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wk9M8S
August 20, 2017 at 06:20AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন