উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ৫ আগস্টঃ উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডু। তিনি পেয়েছেন ৫১৬টি ভোট। ইউপিএ প্রার্থী গোপালকৃষ্ণ পেয়েছেন ২৪৪টি ভোট। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলেছে নির্বাচন। সন্ধ্যা ৭টা নাগাদ ঘোষণা করা হয়েছে বিজয়ী উপরাষ্ট্রপতির নাম।
ফল প্রকাশের পর ট্যুইট করে বেঙ্কাইয়াকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিদ্বন্দ্বী গোপালকৃষ্ণ গান্ধীও। আজ উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৮৫টির মধ্যে পড়ে ৭৭১টি ভোট। আর্থাৎ মোট ভোটের ৯৮.২১ শতাংশ। ভোট দান থেকে বিরত থাকেন মোট ১৪ জন সাংসদ। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, প্রতিমা মন্ডল, কুণাল ঘোষ ও কংগ্রেসের মৌসম বেনজির নূর ভোটদান থেকে বিরত থাকেন। ৭৬০টি বৈধ ভোটের মধ্যে বেশিরভাগই গিয়েছে বেঙ্কাইয়ার ঝুলিতে। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ ছিলেন অনেকটাই পিছিয়ে।
১০ আগস্ট বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পরই নতুন পদে শপথ নেবেন বেঙ্কাইয়া।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wuRrlj

August 05, 2017 at 08:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top