ঢাকা, ১৭ আগষ্ট- এই সময়ে এফডিসি কেন্দ্রীক মূল ধারা সিনেমা নির্মাতা হিসেবে আশাজাগানিয়া তরুণ নির্মাতাদের একজন বসগিরি খ্যাত তারকা নির্মাতা শামীম আহমেদ রনি। সিনেমায় এসেছেন মাত্র বছর দুয়েক। এরইমধ্যে নিজের স্বকীয়তা আর মেধার পরিচয় দিয়েছেন। বাণিজ্যিক ধারার সিনেমায় এরইমধ্যে তিনি বসগিরি, মেন্টাল ও ধ্যাততেরিকি নামের তিন তিনটি প্রশংসিত সিনেমার জন্ম দিয়েছেন। কমার্শিয়াল ধারায় তার নির্মাণ অন্য যে কারো চেয়ে মান সম্পন্ন। আর এই নির্মাতা সিনেমা বানাতে এসে শিকার হলেন এফডিসি কেন্দ্রীক ঘরোয়া রাজনীতির! আর এসব সইতে না পেরে শেষ পর্যন্ত ঘোষণা দিয়েই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ছেড়ে দিলেন! হ্যাঁ। গেল কয়েক মাস আগে বাংলা চলচ্চিত্র পরিচালকদের বেকার বলায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল ও তুমুল জনপ্রিয় অভিনেতা শাকিব খান। আর পরিচালক সমিতির পূর্ব নিষেদাজ্ঞা থাকা সত্বেও সমিতির আদেশ না মেনে শাকিবকে নিয়ে সিনেমা করার দায়ে পরিচালক সমিতির সদস্য পদ থেকে বহিষ্কার হন বসগিরি খ্যাত তরুণ নির্মাতা শামিম আহমেদ রনি। শাকিবের উপর নিষেধাজ্ঞা উঠে গেলেও পলিটিক্সের শিকার তরুণ এই নির্মাতার উপর বহিষ্কারাদেশ এখনো ঝুলছে। আর এসব সইতে না পেরে শেষ পর্যন্ত চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে ইস্তফা দিলেন রনি। গেল এপ্রিলে শাকিব খান চলচ্চিত্র পরিচালক সমিতিকে বেকার বলায় পরিচালক সমিতির কাছে ক্ষমা চাইলে তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সমিতি। তবে তরুণ ও মেধাবী নির্মাতা শামিম আহমেদ রনির উপর আরোপিত বহিষ্কারাদেশ নিয়ে পরিচালক সমিতি বরাবরই টালবাহানা করেছে। শুধু তাই না, এরপর সহপরিচালক সমিতির সুপারিশে (সিডাপ) এফডিসি প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে শামিম আহমেদ রনির সহকারী পরিচালকদের উপরও। এমন সংকট মুহূর্তে বহিষ্কার তুলে নিতেও পরিচালক সমিতির কাছে কয়েক দফায় আবেদন করেছিলেন রনি। তবে সে আবেদনও নাকচ করে দিয়েছে সমিতি। আর এমন অবস্থায় এসব পলিটিক্স সইতে না পেরে নিজেই চলচ্চিত্র নির্মাণ থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিলেন তিনি। ১৬ আগস্ট রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে এই চিত্রপরিচালক বলেন, গুডবাই ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেক সহ্য করেছি, আর সম্ভব না। এতো পলিটিক্স আর প্যাঁচ! যার যা খুশী ভাবুক ভালো থাকুক। এমন স্ট্যাটাসের কিছুক্ষণ পর আবারও একটি স্ট্যাটাস দেন রনি। সেখানে তিনি কারো উপর দোষ না নিয়ে ব্যক্তিগত কারণেই ফিল্ম ছাড়ছেন বলে জানান। ব্যক্তিগত কারণে ফিল্ম ছাড়ছেন জানিয়ে রনি বলেন, আমি ফিল্ম ছাড়ছি আমার ব্যক্তিগত কারনে। কাজেই দয়া করে পরিচালক সমিতি বা সংশ্লিষ্ট কাউকে জড়াবেন না প্লিজ। শাকিবের উপর পরিচালক সমিতি নিষেদাজ্ঞা উঠিয়ে নেয়ার পর তরুণ নির্মাতা রনিও আশাবাদী ছিলেন তাকেও বিশেষ বিবেচনা করবে সমিতি। আর সেই আশাবাদের কথা জানিয়ে এই প্রতিবেদককে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, শাকিব ভাইয়ের বিষয়টার সুন্দর সমাধান হয়েছে। আমারটাও আশা করছি শিগগির হয়ে যাবে। পরিচালক সমিতির সঙ্গে কথা হচ্ছে। অ্যাপ্লিকেশন করা আছে, নিয়মতান্ত্রিকভাবেই এগুচ্ছি। সব ঠিক থাকলে খুব দ্রুত আমার উপরও নিষেধাজ্ঞা উঠে যাবে। কিন্তু রনির উপর থেকে পরিচালক সমিতির এই নিষেদাজ্ঞা আর উঠেনি। ধারনা করা হচ্ছে, পরিচালক সমিতির এরকম নোংরা পলিটিক্স আর মানতে পারছিলেন না এই নির্মাতা। তেমন কোনো ইতিবাচক সিদ্ধান্ত সংগঠনের পক্ষ থেকে নেয়া হচ্ছে বলে সম্ভাবনা তৈরি না হওয়ায় বসগিরি, মেন্টাল ও ধ্যাততেরিকির মতো দর্শক নন্দিত ছবি নির্মাণকারী বললেন, গুডবাই ফিল্ম ইন্ডাস্ট্রি! আর/১০:১৪/১৭ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wTuyZO
August 18, 2017 at 04:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top