ঢাকা, ০৭ আগস্ট- সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয় একটি ছবি। বিভিন্ন পেইজে ছবিটির ক্যাপশন দেওয়া হয়, গৃহকর্মীকে দাঁড় করিয়ে রেখে নিজেরা খাচ্ছেন সাকিব-শিশির। এ নিয়ে সমালোচনা তুঙ্গে ওঠে। কিন্তু ছবির ব্যাখ্যাটা কতোটা ভুল ছিলো, তার জবাব দিলেন স্বয়ং সাকিব পত্নী শিশির। সাকিব পত্নী ফেসবুকে নিজের একাউন্ট থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে আরও কিছু ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায় ওই গৃহকর্মী তাদের পাশে বসেই খাচ্ছেন। অর্থাৎ, খাওয়ার পর কিংবা খাওয়ার আগে সেখানে দাঁড়িয়েছিলো সে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই ঘটনাকে নেতিবাচকভাবে উপস্থাপন করে। তা নিয়েই ক্ষেপেছেন সাকিবের স্ত্রী। তিনি লিখেছেন, এটা আসলেই হাস্যকর! সাকিব আল হাসানের জন্য কি একটিও ভালো শব্দ নেই? কেন? সে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না বলে খারাপ লোক হিসেবে আখ্যায়িত হয়! এখন ঘটনা হলো, আপনারা যদি মানুষ হয়েও তার সম্পর্কে এভাবে হাস্যকর খবর ছড়াতে থাকেন, যেখানে কিনা সত্যিটা জানার উপায় আছে! নিচে কিছু প্রমাণও দিলাম। আমি এসব অর্থহীন খবর নিয়ে মাথা ঘামাই না। এগুলো মানুষকে আনন্দ দেয়। তাছাড়া আমরা জানি আমরা কে, আমরা কি! কিন্তু দয়া করে এমন একজন মানুষকে নিয়ে এসব খবর ছড়াবেন না যে কিনা বিশ্বব্যাপী আপনার দেশের প্রতিনিধিত্ব করছে, যে কিনা আপনার দেশের গর্ব হিসেবে পরিচিত। এটা শুনতে আসলেই খুব লজ্জা লাগে যখন ক্রিকেট ফলো করে এমন কোন বিদেশি আমাদেরকে বলে, তোমাদের নিজের দেশের লোকই তোমাদের প্রতি প্রাপ্য সম্মানটুকু দেয় না। নেতিবাচক খবর যথেষ্ট হয়েছে। দয়া করে এবার আপনার পেজকে বুস্ট করানোর মতো অন্যকিছু খুঁজুন। যাহোক, সে (মেয়েটি) আমাদের সাথে খেতে বসার জন্য হাত ধুয়ে ফিরেছিলো মাত্র।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wlJQ9u
August 07, 2017 at 08:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top