মুম্বাই, ২৩ আগষ্ট- বেশ কয়েক বছর আগের ঘটনা। ডাস্টবিন থেকে এক শিশুকন্যাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পরিত্যক্ত সেই শিশুটিকে দত্তক নিয়েছিলেন তিনি। জন্মের পরেই যে শিশুটিকে তার নিজের বাবা-মা পরিত্যাগ করেছিল, সেই ছোট্ট মেয়েটি ঠাঁই পায় মিঠুনের কোলে। তার নাম দেওয়া হয় দিশানী। কোনওদিন নিজের অন্য তিন ছেলের থেকে দিশানীকে আলাদা করে দেখেননি মিঠুন বা তাঁর পরিবারের অন্য কোনও সদস্য। সেদিনের ছোট্ট মেয়েটি বড় হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে তাঁর গ্ল্যামারাস লুক ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে। শোনা যাচ্ছে বলিউডেও পা রাখতে চলেছে দিশানী চক্রবর্তী, মিঠুনের কুড়িয়ে পাওয়া মেয়ে। দেখে নিই দিশানীর কয়েকটি হালফিলের ছবি। মিঠুনের মতো আমরাও যদি কোনও অনাথ বা পরিত্যক্ত শিশুকে আশ্রয় দিতে পারতাম, তাহলে আরও কত দুঃখী ছেলে-মেয়ের জন্য দিশানীর মতো ঝলমলে ভবিষ্যত্ অপেক্ষা করে থাকত। আর/১০:১৪/২৩ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wo6lh9
August 24, 2017 at 05:08AM
23 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top