চৌদ্দগ্রাম প্রতিনিধি ● মাত্র ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করলো তার দাদা। ঘটনাটি ঘটেছে জেলার চৌদ্দগ্রামে। চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। ধর্ষণের শিকার হওয়া শিশুটি কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি রয়েছে বর্তমানে।
স্থানীয় প্রভাবশালীদের হুমকির কারণে ধর্ষিতার পরিবার প্রাণভয়ে থানায় মামলা করতে পারেননি ঘটনার পরপরই। তবে পুলিশের অভয়দানের কারনে মঙ্গলবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে ধর্ষিতার মা সুলতানা বিলকিছ ববিতা।
মামলা সূত্রে জানা গেছে, কর্তাম গ্রামে গত ২৬ জুলাই বুধবার সন্ধ্যায় প্রবাসী বিল্লাল হোসেনের কন্যা ও স্থানীয় মাদ্রাসার ছাত্রী (৫)- কে চিপস খাওয়ানোর কথা বলে কৌশলে নিজ ঘরে নিয়ে যায় বিল্লাল হোসেনের চাচা আবদুল মালেক (৬০)।
বেশ কিছুক্ষণ পর চিৎকার শুনে ওই ঘরের দিকে যায় শিশুটির মা। সে সময় শিশুটি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এসে তার মাকে ঘটনাটি খুলে বলে।
তাৎক্ষনিক শিশুটিকে গুণবতী বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ৫ আগষ্ট শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ঘটনায় আবদুল মালেক, তার ছেলে মাসুদ (২৯) ও রাজিব (২৮) তিনজনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার শিশুটির মা।
ধর্ষণের শিকার শিশুটির মা ববিতার অভিযোগ, ঘটনাটি নিজেদের মধ্যে হওয়ায় আবদুল মালেকের ছেলে মাসুদ ও রাজিব আপোষ-মিমাংসার কথা বলে মামলা প্রদান থেকে বিরত রাখে।
এমনকি মেয়ের শারীরিক অবস্থার অবনতি দেখে তারা সরকারি হাসপাতালে ভর্তি না করে ফেনীর যে কোন বেসরকারী হাসপাতালে ভর্তি করার জন্য চাপ সৃষ্টি করে।
সর্বশেষ গত ৪ আগষ্ট স্থানীয় কিছু প্রভাবশালী ঘটনাটি মিমাংসা করে দিবে বলে মেয়ের চিকিৎসাপত্রের কাগজের ফটোকপি নিয়ে যায়। এরপর প্রভাবশালীরা বলে- কাগজপত্র যেহেতু আছে সেহেতু ৫-৬ মাস পরেও মিমাংসা করা যাবে।
এবং এই সময়টুকুতে তারা যেন আইনের আশ্রয় না নিতে পারে এবং বিয়ষটি কাউকে না জানায়, সেজন্য চাপও সৃষ্টি করে।
ববিতা জানান, স্বামীর বিদেশে থাকায় আমার একাকিত্বের সুযোগে আইনের আশ্রয় এবং এমনকি চিকিৎসা গ্রহণ থেকেও বঞ্চিত করে রাখে। মামলার খবর পেয়ে আসামীরা বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। বর্তমানে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়া নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করে তিনি।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, ধর্ষনের ঘটনাটি কুমিল্লা কোতয়ালী থানা সূত্রে জানার পরে আমি নিজ থেকে মেয়ের মায়ের সাথে যোগাযোগ করি এবং হাসপাতালে পুলিশ পাঠাই।
কিন্তু মেয়ের পরিবার থানায় আসবে বলেও আসেনি এবং কোনও ধরনের অভিযোগ কিংবা মামলা দায়ের করেনি। তবে আদালতের মাধ্যমে মামলা দায়ের হয়েছে শুনেছি। আদালতের কপি হাতে পেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
The post দাদা কর্তৃক ৫ বছরের নাতনীকে ধর্ষণ করে পাল্টা হুমকি! appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2wHe8CX
August 09, 2017 at 05:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন