বার্লিন, ২৯ আগষ্ট- জার্মানিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর শোকের আবহে স্মরণ করেছে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী পালন করা হয়। জার্মানির মাইনস শহরে এক হোটেলের বলরুমে সম্প্রতি এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির নেতা-কর্মীরা। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইউনুস আলী খান। যৌথভাবে পরিচালনা করেন সহসভাপতি হাকিম টিটু ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল গনি। প্রধান অতিথি ছিলেন কে ও কের প্রেসিডেন্ট প্রফেসর ড. ড্রিংক লুম্যান্স | বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডসের সভাপতি ডেভিড রহমান, আইনজীবী ম্যানুয়েল মেটস, কাস্টেন লান, মনিরুল আলম, নুরুল ইসলাম, আবু সেলিম, মাহবুবুল হক, নুরুল ইসলাম ও আলম সাহা। বক্তারা বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ ও বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর কর্মজীবন ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরার এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সভায় উল্লেখযোগ্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ নুর, নুরে হাসনাত, বদরুল ইসলাম, জাহানারা আক্তার, স্নিগ্ধা বুলবুল, ডা. আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, আকলিমা রহমান, নাজমা হেকিম, শেখ মিঠু, সুলেমান মোল্লা, রওশন আরা সেলিম ও বদরুল হায়দার প্রমুখ। অনুষ্ঠানের শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আর/১৭:১৪/২৯ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2glVttM
August 29, 2017 at 11:51PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.