নয়াদিল্লি, ৫ আগস্টঃ আজ উপরাষ্ট্রপতি নির্বাচন। সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই নির্বাচন। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর শুরু হবে গণনা। সন্ধ্যা ৭টা মধ্যে ঘোষণা করা হবে দেশের ১৫ তম উপরাষ্ট্রপতির নাম।
এই পদে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন এনডিএ প্রার্থী এম ভেঙ্কাইয়া নাইডু এবং বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধী। তবে নির্বাচনী ঘণ্টা বাজার আগেই কার্যত নিশ্চিত, ভেঙ্কাইয়াই হতে চলেছেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি।
পরপর দুবার উপরাষ্ট্রপতি পদে বহাল ছিলেন হামিন আনসারি। আগামী ১০ আগস্ট তাঁর কার্যকালের মেয়ৈদ শেষ হচ্ছে। সংসদের উভয়কক্ষই গোপন ব্যালটে ভোট দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। দুই কক্ষের মোট সদস্যসংখ্যা ৭৯০। তবে উভয়কক্ষেই দুটি আসন ফাঁকা রয়েছে। আইনি কারণে এবার ভোট দিতে পারবেন না লোকসভার বিজেপি সাংসদ ছেদি পাসোয়ান। মোট ভোটের ৫০ শতাংশের বেশি ভোট যিনি পাবেন, তিনিই বিজয়ী ঘোষিত হবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ut5Jlg
August 05, 2017 at 11:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন