নিজস্ব প্রতিনিধি::হবিগঞ্জের নবীগঞ্জে মৌলভীবাজার থানার ৫টি ডাকাতি মামলাসহ ও একটি হত্যা মামলার প্রধান আসামী ডাকাত সেজলু মিয়া ওরফে বজলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করে নবীগঞ্জের গোপলার বাজার ফাঁড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর থানার ভিন্নিগাঁও এলাকার মৃত সত্তার মিয়ার পুত্র সেজলু মিয়া ওরফে ডাকাত সর্দার বজলু (৪০) ৫ টি ডাকাতি মামলা ওয়ারেন্টভুক্ত আসামী এবং একটি হত্যা মামলার প্রধান আসামী । সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। সম্প্রতি ডাকাত সর্দার বজলু নবীগঞ্জ উপজেলায় আত্মগোপনে রয়েছে এমন সংবাদ পায় নবীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফের নেতৃত্বে এ.এস.আই সোহাগ আহমদসহ একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত বজলুর বিরুদ্ধে ৫টি মামলা ও একটি হত্যা রয়েছে। সবকটি মামলার পলাতক আসামী হিসেবে পালিয়ে বেড়াচ্ছিল। শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wF3MHU
August 26, 2017 at 01:02AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন