নিজস্ব প্রতিবেদক ● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুরের পর থেকে কুমিল্লার অংশে যানজট কমেছে। রবিবার গভীর রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত তীব্র যানজট ছিল। এতে ভোগান্তিতে পড়েন ওই রুটের যাত্রীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার রাত সাড়ে ৮টার দিকে জানা গেছে ঢাকামুখী সোনারগাঁও, মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেঘনা সেতু পর্যন্ত দীর্ঘ যানজট রয়েছে।
সোমবার দাউদকান্দির মেঘনা-গোমতি সেতুর কুমিল্লা অংশে দুই সেতুর টোল প্লাজায় ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে কুমিল্লার অংশে তিন কিলোমিটার যানজট ছিল। যা এখন নেই। দিন বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে।
যানজটের কারণ জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘দাউদকান্দি টোল প্লাজায় ওজন পরিমাপক যন্ত্রের ধীরগতির কারণে গভীর রাত থেকে দুপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ পর্যন্ত ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতি থাকলে ফের যানজট হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আমরা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
The post মহাসড়কের কুমিল্লা অংশে যানজট কমেছে appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2wCY8FV
August 28, 2017 at 09:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.