‘আমি আল্লাহর কাছে নিরাপত্তা চাই,আমি সরকারের কাছে নিরাপত্তা চাই’- নীলা চৌধুরী

সুরমা টাইমস ডেস্ক : চার বছরে ২৭টি সিনেমায় অভিনয় করে ১৯৯০ দশকে বাংলাদেশের চলচ্চিত্রে আলোড়ন সৃষ্টি করা নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে ২১ বছর পর আবারও সৃষ্টি হয়েছে নানা বিতর্ক।

সম্প্রতি সালমান খুনের আসামি আমেরিকা প্রবাসী রুবি সুলতানার এক ভিডিও বার্তা প্রকাশের পর মিডিয়াপাড়ায় শুরু হয় সালমান শাহের মৃত্যু নিয়ে বিতর্ক। সেই বিতর্কের জের ধরে সম্প্রতি সালমানের স্ত্রী সামিরা একান্তে কথা বলেছিলেন জাগো নিউজের সঙ্গে।

এবার সালমান শাহের মা নীলা চৌধুরী গতকাল রাত সোয়া ৮টায় জাগো লাইভে এসে কথা বলেছেন ছেলের মৃত্যু নিয়ে।

সেখানে নীলা চৌধুরী দাবি করেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কীভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এত বড় একটা মামলা যেখানে খুন করে আত্মহত্যা বলে চাপানোর জন্য ২২ বছর ধরে যুদ্ধ হচ্ছে। কোনো বিচার হচ্ছে না। আর ওটার একমাত্র বাদী আমি। আমার মুখ বন্ধ হয়ে গেলে মামলা শেষ হয়ে যায়। সংগত সে কারণেই আমাকে মেরে ফেলা দরকার সবাই বলছে আমি নিরাপদ না।’

এখন অবধি তিনি বা তার পরিবার কোনো হুমকি পেয়েছে কি না এমন প্রশ্নে নীলা চৌধুরী বলেন, ‘আমার কাছে গভীর রাতে ফোন আসতেছে। আমি মনে করি লোকেশন ট্র্যাক করার জন্য এই ধরনের ফোন আসতে পারে। আমার কাছে প্রায় সময় ফোন আসে। আমি সালমান ফ্যানদের ফোন মনে করে সেইগুলো সংগ্রহে রাখি না। এখন থেকে রাখব ভাবছি।’

এছাড়া তিনি আরও বলেন, ‘আমি আল্লাহর কাছে নিরাপত্তা চাই। আমি সরকারের কাছে নিরাপত্তা চাই।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2w9rWJS

August 19, 2017 at 12:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top