সুরমা টাইমস ডেস্ক::প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষোভ ঝাড়তে গিয়ে পুরো টুইটার কোম্পানি কিনে নিতে চান মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক এজেন্ট ভেলারি প্লাম উইলসন। এ জন্য তিনি ইতিমধ্যে তহবিল সংগ্রহ শুরু করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে টুইট বার্তা ব্যবহার করে ট্রাম্প যে বিদ্বেষ ছড়াচ্ছেন, তাতে তিক্ত হয়ে গেছেন ভেলারি। খবর এপির।
ভেলারি গত সপ্তাহ থেকে ‘বাই টুইটার ব্যান টুইটার’ স্লোগানে ‘গো ফান্ড মি’ নামে তার টুইটার পেজে তহবিল সংগ্রহ শুরু করেন। এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য তার। পাবলিক শেয়ারে থাকা টুইটারের অধিকাংশ না হলেও বড় অংশের শেয়ার কিনে নিতে চান ভেলারি। শেয়ার কেনার মাধ্যমে টুইটারের মূল কোম্পানিতে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে ট্রাম্পকে টুইটার ব্যবহার করতে দেবেন না ভেলারি।
এ বিষয়ে ই-মেইলে দেয়া প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা হুকাবি স্যান্ডার্স বলেন, আমেরিকার জনগণ প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট বার্তা ভালোবাসে এবং টুইটে কারও বার্তা বা মতামত প্রকাশের নিশ্চয়তা আমেরিকার সংবিধানে নিশ্চিত করা আছে।
২০০৫ সালে প্রেসিডেন্ট জর্জ বুশের সময় সিআইএ ত্যাগ করেন ভেলারি। বুধবার সকাল পর্যন্ত স্টক মার্কেটের হিসেব অনুযায়ী, কোম্পানি হিসেবে টুইটারের বাজার মূল্য ছয় বিলিয়ন (৬০০ কোটি) ডলার বলে মনে করা হচ্ছে। এক সপ্তাহের প্রচারে বুধবার সকাল পর্যন্ত ভেলারি ৬ হাজার ডলারের মতো সংগ্রহ করেছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wuNXCZ
August 25, 2017 at 11:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.