ঢাকা, ১৯ আগস্ট- প্রথম টেস্টের দলে যে তিনি থাকবেন না, কিছু দিন ধরে এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল মিরপুর স্টেডিয়াম এলাকায়। গুঞ্জনকে সত্যি করে মুমিনুল হক প্রথম টেস্টে বাদ। শনিবার দল ঘোষণার পর সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা জুড়ে ছিল মুমিনুল প্রসঙ্গ। এই বাঁহাতি ব্যাটসম্যানের না থাকার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে। ২৭ মিনিট ধরে চলা সংবাদ সম্মেলনে বারবার মুমিনুল কেন বাদ? প্রশ্ন করা হলে এক পর্যায়ে নান্নু জানান, কোচিং প্যানেলে হাথুরুসিংহেও আছেন। টানা ১১ টেস্টে হাফসেঞ্চুরি করা ব্যাটসম্যানের বাদ পড়ার পেছনে কোচেরও যে ভূমিকা আছে, সে কথাই হয়তো বোঝাতে চেয়েছেন তিনি! দল ঘোষণার দায়ভার শুধু নিজের কাঁধে না নিয়ে নান্নুর মন্তব্য, টিম ম্যানেজমেন্টের একটা পরিকল্পনা আছে খেলোয়াড়দের নিয়ে। সবার সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া কোচও নির্বাচক প্যানেলের অন্তর্ভুক্ত। তাই একজন খেলোয়াড়কে নিয়ে এভাবে জিজ্ঞাসা করা হলে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। প্রধান নির্বাচক দায়সারা উত্তর দিয়ে প্রসঙ্গটা এড়ানোর চেষ্টা করেছেন। প্রধান কোচ অবশ্য কিছুটা কঠোর ভাষাতেই মুমিনুলকে বাদ দেওয়ার কারণ জানিয়েছেন। হাথুরুসিংহে বলেছেন, নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রথম টেস্টের দল থেকে কয়েক জন বাদ পড়েছে ঠিকই, তবে তাদের নামগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। কারণ দলের থেকে ব্যক্তি বড় হতে পারে না। আর বাংলাদেশের ক্রিকেট মানেই মুমিনুল নয়। যারা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে, তাদেরই সুযোগ দেওয়া হয়েছে। কোচ অবশ্য বাদ পড়া খেলোয়াড়দের সান্ত্বনাও দিয়েছেন এভাবে, যারা বাদ পড়েছে, তাদের ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে যায়নি। দলে না থাকা অনেকেই এখনও অনুশীলন করছে। তাদের সামনেও সুযোগ আসবে। কোনও খেলোয়াড়ের জন্য আলাদা নিয়ম নেই, সবার জন্যই সমান নিয়ম। পারফর্ম করলেই দলে থাকা যাবে। ভালো পারফরম্যান্সের কোনও বিকল্প নেই। যারা ভালো খেলতে পারছে না, তারাই দল থেকে ছিটকে যাচ্ছে। এমএ/ ১০:১৭/ ১৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v1qp4Q
August 20, 2017 at 04:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top