প্রিয়াঙ্কাই কি কংগ্রেসের পরবর্তী সভানেত্রী?

নয়াদিল্লি, ১৪ আগস্টঃ দলকে আরও শক্তিশালী করা ও বিরোধীদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য প্রিয়ঙ্কা গান্ধিকে কংগ্রেসের কার্যকরী সভানেত্রী করার কথা ভাবছেন সোনিয়া গান্ধি। কংগ্রেস সূত্রে খবর, চলতি মাসের ৮ তারিখ দিল্লিতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের শেষে কয়েকজন শীর্ষস্তরের ঘনিষ্ঠ নেতাকে এমনই কথা জানিয়েছেন সোনিয়া গান্ধি।

‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল। তবে ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধি। সেখানেই সোনিয়া জানান, আগামী লোকসভা নির্বাচনে তরুণ এবং জনপ্রিয় কোনো মুখকে তুলে ধরতে হবে। কারও নাম না করে সোনিয়া যে কন্যা প্রিয়াঙ্কার কথাই বলতে চেয়েছেন, তা সহজেই বুঝতে পেরেছেন উপস্থিত সদস্যরা। বৈঠক শেষে কয়েকজন শীর্ষস্তরের ঘনিষ্ঠ নেতার কাছে তিনি এই ইচ্ছাপ্রকাশ করেছেন। ওই নেতাদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রী সহ অন্যান্য প্রবীণ নেতারা কংগ্রেস সভানেত্রীর এই কথায় সমর্থন জানিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vxqNL2

August 14, 2017 at 09:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top