গত জুনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দুই ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন থারাঙ্গা। মাঝের একমাস বাদেই ফের দুই ম্যাচের নিষেধাজ্ঞায় এই লঙ্কান ক্রিকেটার। জুনে অবশ্য তিনি ম্যাথিউসের বদলি হিসেবে অধিনায়ত্ব করছিলেন। সফরকারী ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওডিআইতে আবারও স্লো ওভার রেটের কারণে নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি। গতরাতে ক্যান্ডিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং-এর সময় তিন ওভার বেশি সময় নষ্ট করেছেন থারাঙ্গা। ম্যাচ রেফারি এ্যান্ডি পাইক্রফট ম্যাচ পরিচালনাকারী দুই অনফিল্ড আম্পায়ারের সাথে কথা বলে থারাঙ্গার বিপক্ষে এই শাস্তির সিদ্বান্ত নেন। তবে থারাঙ্গার অনুপস্থিতিতে কে পরবর্তী দুই ম্যাচের অধিনায়ক হচ্ছেন তা এখনও জানা যায়নি। অন্যদিকে ইনজুরিতে পড়েছেন দানুশকা গুনাথিলকা। ধোনির এক শট বাচাতে কাঁধে চোটে পান তিনি। চোট নিয়ে ফিল্ডিং করলেও রিপোর্ট অনুযায়ী ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে গুনাথিলকাকে। দলে টেস্ট অধিনায়ক চান্ডিমাল থাকার সত্ত্বেও তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিবেন চামারা কাপুগেদরা।- ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/ ১২:৫২/ ২৬ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vdR0zU
August 26, 2017 at 06:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন