ঢাকা, ২ আগষ্ট- গত তিন মাস ধরে গুরুতর অসুস্থ কিংবদন্তি সংগীতশিল্পী আবদুল জব্বার। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬২০ নম্বর কেবিনে চিকিৎসাধীন আচেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউর তিন নম্বর কেবিনে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে বলে গণমাধ্যমকে জানান আবদুল জব্বারের ছেলে বাবু জব্বার। বাবু বলেন, হঠাৎ করেই বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে জরুরি ভিত্তিতে বিকেলে আইসিইউতে আনা হয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, গত দুদিন ধরেই বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন কাউকে ভালো করে চিনতে পারছেন না। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য বাবাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। নইলে তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই। আবদুল জব্বারের প্রেসার একেবারেই নেমে যাচ্ছে, পায়ে পানি নেই। তিন মাস হাসপাতালে শুয়ে আছেন। তাই পিঠের অনেক স্থানে ঘা হয়ে গেছে। বাবু জব্বার আরো বলেন, প্রতিদিন ইনজেকশন দিতে হচ্ছে। অনেক টাকা যাচ্ছে। হাতের সবই প্রায় শেষ। এত টাকা কোথায় পাব? মাননীয় প্রধানমন্ত্রী দুবছর আগে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছিলেন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tYe5ll
August 02, 2017 at 05:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন