কলকাতা, ১৭ আগস্টঃ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিল রাজ্য সরকার। পরিবহন দপ্তরের উদ্যোগে শিলিগুড়ি-কলকাতা মধ্যে বিশেষ বাস সার্ভিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বুধবার। শিলিগুড়ি-কলকাতা রুটে এনবিএসটিসি-র বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। এখন আপ ও ডাউনে ১০ টি করে বাস চালানো হবে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে। এক নজরে এনবিএসটিসি-র বাস সার্ভিসঃ
রায়গঞ্জ- কলকাতাঃ ৭টি আপ ও ৭টি ডাউন বাস
কোচবিহার-কলকাতাঃ ৫টি আপ ও ৫টি ডাউন বাস
বালুরঘাট-কলকাতাঃ ৬টি আপ ও ৬টি ডাউন বাস
মালদা-শিলিগুড়িঃ ১২টি আপ ও ১২টি ডাউন বাস
এনবিএসটিসি-র তরফে কলকাতার ধর্মতলা, শিলিগুড়ি বাস টার্মিনাস ও মালদা রেল স্টেশনে হেল্প ডেস্ক চালু করেছে। এছাড়া বেসকরারি বাসের সংখ্যাও বাড়ানো হচ্ছে কলকাতা-শিলিগুড়ির মধ্যে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uRWo7y
August 17, 2017 at 02:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন