ধূপগুড়ি, ৩১ জুলাইঃ সোমবার সন্ধ্যায় ধূপগুড়ি মধ্যপাড়ায় নিজের বাড়ীতে আক্রান্ত হলেন এক সত্তরোর্দ্ধ বৃদ্ধা। মারধর করার পর উষা বাকালি নামে ওই বৃদ্ধার গায়ের গয়নাও লুট হয়েছে। সোমবার সন্ধ্যা আটটা নাগাদ প্রতিবেশী রিঙ্কু কুণ্ডু বৃদ্ধার বাড়ি থেকে কান্নার আওয়াজ পেয়ে তাকে কয়েকবার ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া না মেলায় রিঙ্কু দেবী বৃদ্ধার বাড়িতে যান। গিয়ে দেখেন অন্ধকার ঘরে ওই বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। মিটার বক্সের মেইন সুইচ নামানো এবং একটি বড়ো মাপের পাথর পড়ে রয়েছে সেখানে। এরপর তাদের ডাকাডাকিতে জড়ো হয় আশেপাশের প্রতিবেশীরা।
তারাই খবর দেন থানায় এবং ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে। আক্রান্ত ঊষা বাকালি জানান, ছেলে বাজারে ব্যবসা করেন এবং সকালে বেড়িয়ে রাত দশটা নাগাদ ফেরেন প্রতিদিন। সারাদিন বাড়িতে একাই থাকেন তিনি। এদিন সন্ধ্যায় ঘর অন্ধকার হয়ে যাওয়ায় লোডশেডিং ভেবে এক ঘর থেকে আরেক ঘরে যাবার সময় হঠাৎ পেছন থেকে মাথায় কেউ তাকে আঘাত করে। এতেই তার মাথা ফেটে যায় এবং তিনি পড়ে যান। সেসময় তাকে বেধড়ক মারধর করা হয়। এরপরেই তাঁর গলা, কান ও হাত থেকে গয়না খুলে নেয় কেউ। অন্ধকারে এর বেশী কিছু দেখেননি এবং রক্তাক্ত অবস্থায় ওভাবেই পড়ে ছিলেন বলে জানান তিনি। ধূপগুড়ি থানার পুলিশ আক্রান্ত বৃদ্ধার সঙ্গে কথা বলেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2udOcgL
August 01, 2017 at 01:32AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন