শিলিগুড়ি, ৮ আগস্টঃ পাহাড়ের আন্দোলনে নেপাল যোগের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল গোয়েন্দা সংস্থাগুলি। খোদ মুখ্যমন্ত্রী গোর্খাল্যান্ড আন্দোলনে নেপালের মাওবাদীদের মদত রয়েছে বলে অভিযোগ করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই দাবিকেই সিলমোর দিল শিলিগুড়ি পুলিশ। সম্প্রতি সুকনার গণ্ডগোলের ঘটনায় নেপালের ইলম জেলার বাসিন্দা উদয় ফাগু নামে এক ব্যক্তিকে সোমবার গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে মোর্চার সুকনা শাখার যুব নেতা নীতিন ছেত্রীকেও। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, গত ২৯ জুলাই সুকনায় মোর্চার বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি এবং পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। সেদিন মোর্চার আন্দোলনের নেতৃত্বে ছিল এই দু’জন। ঘটনার পর থেকেই এদের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। এরপর মোবাইল নম্বর ট্র্যাক করে দু’জনের অবস্থান নিশ্চিত হওয়ার পরেই তাদের গ্রেফতার করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2veX35L
August 08, 2017 at 01:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন